দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ২ উইকেট হারানোর পর আর কোনো ক্ষতি ছাড়াই শেষ দুই সেশন কাটিয়ে দিয়েছে ভারত ।
গিল-রাহুলের ব্যাটে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে ভারত

- আপডেট সময় ০৮:৪৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ওভারেই পরপর দুই বলে ফিরলেন ইয়াশাসভি জয়সাওয়াল ও সাই সুদার্শান। লাঞ্চের আগে তীব্র স্নায়ুচাপের বাকি দুই ওভার কোনোমতে কাটিয়ে দিলেন লোকেশ রাহুল ও শুবমান গিল। শুরুর কঠিন সেই সময় পার করে ক্রিজে জমে গেলেন ছন্দে থাকা দুই ব্যাটসম্যান। জাগালেন ভারতের হার এড়ানোর আশা।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৬৩ ওভারে ২ উইকেটে ১৭৪ রান। ওপেনার রাহুল ২১০ বলে আট চারে খেলছেন ৮৭ রানে। অধিনায়ক গিল ১৬৭ বলে ১০ চারে অপরাজিত ৭৮ রানে। তৃতীয় উইকেটে জুটির রান ৩৭৭ বলে ১৭৪।
৮ উইকেট হাতে নিয়ে এখনও ১৩৭ রানে পিছিয়ে ভারত।
জো রুটের পর বেন স্টোকসের সেঞ্চুরিতে ইংল্যান্ড ৬৬৯ রান করার পর শনিবার প্রথম সেশনে কেবল তিন ওভার খেলে ভারত। এই সময়েই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সফরকারীরা।
ক্রিস ওকসের বলে স্লিপে রুটের দারুণ ক্যাচে ফেরেন জয়সাওয়াল। পরের বল দ্বিধা নিয়ে খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন সুদার্শান।
ওকসের হ্যাটট্রিক ঠেকিয়ে দেওয়া দিয়ে শুরু হয় গিলের লড়াই। আরেক প্রান্তে আস্থার সঙ্গে অধিনায়ককে সঙ্গ দেন অভিজ্ঞ রাহুল। দু্ই জনে নিরাপদে কাটিয়ে দেন পরের দুই ওভার ও শেষ দুই সেশন।
তাদের কাজ শেষ হয়নি এখনও। সিরিজে এগিয়ে থাকা ইংল্যান্ড এখনও বড় ব্যবধানেই এগিয়ে। তৃতীয় উইকেট জুটি ভাঙলে পাল্টে যেতে পারে ম্যাচের চিত্র।
এর আগে ওল্ড ট্র্যাফোর্ডে ৭ উইকেটে ৫৪৪ রান নিয়ে খেলতে নামা ইংল্যান্ড দিনের পঞ্চম ওভারেই খায় ধাক্কা। ভেতরে ঢোকা ডেলিভারিতে লিয়াম ডসনের অফ স্টাম্প ভেঙে দেন জাসপ্রিত বুমরাহ। আগের দিনের ২১ রানের সঙ্গে ৫ রান যোগ করতে পারেন ডসন।
৭৭ রান নিয়ে দিন শুরু করা স্টোকস এগিয়ে যান সেঞ্চুরির দিকে। ৯৯ থেকে মোহাম্মদ সিরাজকে চার মেরে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন তিনি। দুই বছরের বেশি সময় পর এই স্বাদ পেলেন স্টোকস। আগের সেঞ্চুরিটি ছিল ২০২৩ সালের জুনে, লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
সেঞ্চুরি ছুঁয়ে একটি অনন্য কীর্তি গড়েন স্টোকস। একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট নেওয়া প্রথম ইংলিশ অধিনায়ক তিনি। ম্যাচের প্রথম ইনিংসে বল হাতে ৭২ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
ইংলিশ ক্রিকেটারদের মধ্যে স্টোকসের আগে এই ডাবলের স্বাদ পেয়েছিলেন টনি গ্রেগ, ইয়ান বোথাম ও গাস অ্যাটকিনসন।
কিছুক্ষণ পর আরেকটি অর্জনে নাম লেখান স্টোকস। স্পর্শ করেন টেস্টে সাত হাজার রানের মাইলফলক। টেস্ট তার উইকেট এখন ২২৯টি। অভিজাত এই সংস্করণে সাত হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। আগের দুইজন ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।
সেঞ্চুরির পর দ্রুত রান তোলায় মনোযোগ দেন স্টোকস। ওয়াশিংটন সুন্দারকে ছক্কার পর মারেন চার। রাভিন্দ্রা জাদেজার ডেলিভারি উইকেট ছেড়ে বেরিয়ে এসে আছড়ে ফেলেন বাউন্ডারির বাইরে।
জাদেজার পরের বলেই আরেকটি ছক্কার চেষ্টায় লং-অনে ধরা পড়েন স্টোকস। শেষ হয় তার নানা কীর্তিগড়া ইনিংসের পথচলা। স্টোকসের বিদায়ের এক ওভার পর ব্রাইডন কার্সকে ফিরিয়ে ইংল্যান্ডের ইনিংসের ইতি টেনে দেন জাদেজা।
১৪৩ রানে ৪ উইকেট নেন ভারতের বাঁহাতি এই অলরাউন্ডার। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার একশ বা এর বেশি রান দেন পেসার বুমরাহ।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৩৫৮
ইংল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ৫৪৪/৭) ১৫৭.১ ওভারে ৬৬৯ (স্টোকস ১৪১, ডসন ২৬, ওকস ৪, কার্স ৪৭, আর্চার ২*, ওকস ৪; বুমরাহ ৩৩-৫-১১২-২, আনশুল ১৮-১-৮৯-১, সিরাজ ৩০-৪-১৪০-১, শার্দুল ১১-০-৫৫-০, জাদেজা ৩৭.১-০-১৪৩-৪, ওয়াশিংটন ২৮-৪-১০৭-২)
ভারত ২য় ইনিংস: ৬৩ ওভারে ১৭৪/২ (জয়সাওয়াল ০, রাহুল ৮৭*, সুদার্শান ০, গিল ৭৮*; ওকস ১৫-৩-৪৮-২, আর্চার ১১-২-৪০-০, কার্স ১০-২-২৯-০, ডসন ২২-৮-৩৬-০, রুট ৫-১-১৭-০)
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম