এবার শুধু ছবি দেখা নয় বরং পুরনো ছবিগুলোও যেন প্রাণ ফিরে পাবে অ্যানিমেশনের মাধ্যমে।
গুগল ফটোসের ‘ইমেজ-টু-ভিডিও’ ফিচারে যুক্ত হচ্ছে ভিও ৩

- আপডেট সময় ০১:৪৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৬১ বার পড়া হয়েছে
গুগলের সর্বশেষ ভিডিও জেনারেশন মডেল ভিও ৩ এবার আসছে গুগল ফটোসে। নতুন এই মডেল ব্যবহারকারীরা অ্যাপটির ‘ক্রিয়েট’ ট্যাব থেকে ব্যবহার করতে পারবেন। এখানে তারা স্থিরচিত্রকে একটি ভিডিও ক্লিপে রূপান্তর করতে পারবেন।
গুগল ফটোসে অনেক আগেই ‘ফটো টু ভিডিও’ ফিচার চালু হয়েছিল তবে ভিও ৩ যুক্ত হওয়ায় এবার ভিডিওর মান আরও উন্নত হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।
একইসঙ্গে এটি গুগলের সর্বাধুনিক এআই প্রযুক্তি সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টার একটি অংশ। উদাহরণ হিসেবে চলতি বছরের মে মাস পর্যন্ত গুগল ফটোসে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে দেড়শ কোটিতে।
চলতি বছরের মে মাসে আই/ও ডেভেলপার কনফারেন্সে প্রথমবারের মতো উন্মোচিত হয়েছিল ভিওি ৩ যা ইমেজ-টু-ভিডিও জেনারেশন সুবিধা নিয়ে আসে। এরপর জুলাইয়ে গুগল এটি যুক্ত করে তাদের জেমিনাই অ্যাপে যেখানে এআই আল্ট্রা ও এআই প্রো সাবস্ক্রিপশন প্ল্যানের গ্রাহকেরা দিনে তিনটি ভিডিও তৈরি করার সুযোগ পান। এসব ভিডিওতে দৃশ্যমান ও অদৃশ্য দুই ধরনের ওয়াটারমার্ক যুক্ত করা থাকে। ফলে এগুলো যে এআই দিয়ে তৈরি তা বোঝা যায়।
এছাড়া গুগল ফটোসে এবার স্মৃতিকে নতুনকরে জীবন্ত করার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। কোম্পানিটির পরিকল্পনা অনুযায়ী, এবার শুধু ছবি দেখা নয় বরং পুরনো ছবিগুলোও যেন প্রাণ ফিরে পাবে অ্যানিমেশনের মাধ্যমে। আপাতত এ সুবিধা আসছে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য।
আগে চালু থাকা ইমেজ-টু-ভিডিও ফিচারটি চালিত হতো ভিও ২ এর মাধ্যমে। এতে ব্যবহারকারী গ্যালারি থেকে একটি ছবি বেছে নিয়ে দুটি অপশনের মধ্যে নির্বাচন করতে পারতেন ‘সাটল মুভমেন্টস’ বা ‘আই এম ফিলিং লাকি’ বাটনে ট্যাপ করে। মডেলটি এরপর তৈরি করত ছয় সেকেন্ডের একটি ক্লিপ যা অন্যদের সঙ্গে শেয়ার করা যেত।
এবারের ভিও ৩ আপডেটে ফিচারটি থাকবে আগের মতো ফ্রি, তবে গুগল বলছে এখানে সংখ্যা সীমিত থাকবে। এআই প্রো ও এআই আল্ট্রা সাবস্ক্রিপশন গ্রাহকেরা পাবেন আরও বেশি জেনারেশন সুবিধা। তবে এই মডেল অডিও সাপোর্ট করবে না এবং ভিডিওর দৈর্ঘ্য হবে চার সেকেন্ড।
নতুন এই ফটো-টু-ভিডিও ফিচারটি থাকবে গুগল ফটোস অ্যাপের ক্রিয়েট হাব-এ। এটি একটি নতুন সেকশন যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন এআই-চালিত সৃজনশীল টুলগুলো খুঁজতে করতে পারবেন। এর মধ্যে রয়েছে ছবির স্টাইল বদলে দেওয়ার জন্য রিমিক্স অপশন, কোলাজ বানানো, গ্যালারি থেকে মন্টাজ তৈরি, চলমান থ্রিডি ‘সিনেম্যাটিক’ এবং ছবিগুলো থেকে জিফ বানানোর টুল।
তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম