হামলা-সংঘর্ষের প্রতিবাদে সারা দেশে ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা ঘণ্টাখানেক পর তা প্রত্যাহার করে রাস্তার পাশে অবস্থান কর্মসূচির নির্দেশ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলা: প্রতিবাদে জেলায় জেলায়-বিক্ষোভ ‘ব্লকেড’

- আপডেট সময় ১১:১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি ঘিরে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার দুপুরে এনসিপির সমাবেশে হামলা-সংঘর্ষের প্রতিবাদে বিকালে সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘণ্টাখানেক পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেইসবুক পেইজে ‘ব্লকেড’ উঠিয়ে রাস্তার পাশে অবস্থান কর্মসূচি চালানোর নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া এনসিপি নেতা সারজিস আলমও নিজের ফেইসবুক পেইজে ‘ব্লকেড’ উঠিয়ে রাস্তার পাশে অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা দেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
কুমিল্লা
এনসিপির সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর হামলার প্রতিবাদে কুমিল্লায় মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও।
বিকাল ৫টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোড এলাকায় আধা ঘণ্টার বেশি সড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক ও প্রাইভেট কার। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, গোপালগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশ শেষে ফেরার পথে পরিকল্পিতভাবে এনসিপি নেতাদের ওপর হামলা চালানো হয়েছে। যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করেন তারা। পরে নেতাদের নিরাপদে সরে আসার খবরে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখা আহ্বায়ক মুহাম্মদ সাকিব হোসেন, সদস্যসচিব মুহাম্মদ রাশেদুল ইসলাম, মহানগর আহ্বায়ক আবু রায়হান, সদস্যসচিব জিয়া উদ্দিন মুহাম্মদ রুবেল, ইনকিলাব মঞ্চ ও এবি পার্টির আহ্বায়ক গোলাম সামদানী, এনসিপি নেতা মাসুমুল বারী কাওসার, কাজী জায়েদ এবং ইমপা ফারহা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ
হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অবরোধ করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার বিকাল ৫টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে বাঁশ ফেলে অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এ সময় মহাসড়কের উভয়দিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
এ সময় এনসিপি নেতারা গোপালগঞ্জে হামলার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।
মাদারীপুর
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দলটির মাদারীপুর জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বুধবার বিকালে শহরের মুক্তমঞ্চ থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে এনসিপি জেলা কমিটির আহ্বায়ক নেয়ামত উল্লাহ এবং সদস্যসচিব মাসুম বিল্লাহ বক্তব্য দেন। এ সময় বক্তারা গোপালগঞ্জের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। সেইসঙ্গে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
রাজবাড়ী
গোপালগঞ্জে পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও এনসিপির নেতাকর্মীরা। বুধবার বিকাল থেকে দুই ঘণ্টা গোয়ালন্দ মোড় অবরোধ করে রাখেন তারা।
এতে ঢাকা ও খুলনাগামী মহাসড়ক এবং রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী শাখার আহ্বায়ক মীর মাহামুদ সুজন বলেন, এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। কেন্দ্রীয় নেতাদের নির্দেশে দুই ঘণ্টা পর ব্লকেট তুলে নিয়েছি আমরা।
রাজবাড়ী থানার ওসি মাহামুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করে। দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এনসিপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতাকর্মীরা।
বিকালে শহরের কাউতলির কুমিল্লা-সিলেট সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় সড়কে ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা।
এনসিপির ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমন্বয়ক আজিজুর রহমান বলেন, “গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের ওপর হামলা কখনোই মেনে নেব না। ঘটনার পরপর মহাসড়ক ব্লকেড ঘোষণা করেছি আমরা। এই হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, আন্দোলনের সময় মহাসড়কে ২০-২৫ মিনিট গাড়ি চলাচল বন্ধ ছিল।
নরসিংদী
নরসিংদীতে মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বৈষম্যবিরোধীসহ এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্লকেড কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিচার দাবি জানানো হয়।
বরিশাল
এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে দুই স্থানে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার বিকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের সামনে এবং নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, গণঅভ্যুত্থানের নেতারা গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় পতিত স্বৈরাচারের দোসরের দ্বারা আক্রান্ত হয়েছে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারলে সরকারকে পদত্যাগ করতে বলেন তিনি।
জুলাই আন্দোলনের সংগঠক বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, “হাসনাত-সারজিস, নাহিদরা যেনতেনভাবে উঠে আসা কোনো নেতা নয়। তারা জুলাই আন্দোলনের নেতা; যাদের আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে।
“আজকে গোপালগঞ্জে জুলাইয়ের অগ্রনায়কদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ অতর্কিত হামলা করেছে। জুলাই পরবর্তী বাংলাদেশে যা নজিরবিহীন। জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিলাম। জনদুর্ভোগের কথা চিন্তা করে অবরোধ তুলে নিয়েছি।”
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন।
ফরিদপুর
ফরিদপুরে ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন এনসিপি নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এক ঘণ্টা পর প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
বুধবার বিকালে খুলনা-ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। এ সময় সড়কের দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে।
এনসিপির ভাঙ্গা উপজেলা সমন্বয়ক মো. আশরাফ হোসেন বলেন, গোপালগঞ্জ থেকে যতক্ষণ পর্যন্ত না নেতাকর্মীরা নিরাপদে ফিরে ভাঙ্গা অতিক্রম করে ততক্ষণ পর্যন্ত রাজপথে ছাড়বেন না তারা। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেন তারা।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, এনসিপির নেতাকর্মীরা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। পরে তাদের সঙ্গে কথা বলে মানুষের যাতে ভোগান্তি না হয় সেজন্য অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করা হয়।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
নোয়াখালী
নোয়াখালী শহরের মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।
বিকালে ‘জুলাই বিপ্লবী ছাত্র-জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান সড়ক ঘুরে নোয়াখালী সুপার মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা প্রমাণ করে সামান্য সুযোগ পেলে আওয়ামী লীগ কতটা বর্বর হতে পারে। সেইসঙ্গে এ ধরনের ঘটনা প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজকে প্রশ্নবিদ্ধ করেছে।
হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতারা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান।
লক্ষ্মীপুর
গোপলগঞ্জে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করেছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার বিকাল ৪টা থেকে শহরের ঝুমুর চত্বর এলাকায় টায়ার জ্বালিয়ে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সাড়ে ৬টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন।
এ সময় এনসিপি নেতা আব্দুল হামিদ খান, আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন, সদস্যসচিব শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বায়েজিদ হোসেন, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম-আহ্বায়ক আরিয়ান রায়হান, জান্নাতুন নাইমা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।
ব্লকেড কর্মসূচি পালনের সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার গাড়ি আটকে দেয় অবরোধকারীরা। পরে গাড়ি ঘুরিয়ে অন্য সড়ক দিয়ে চলে যায় তিনি।
নওগাঁ
নওগাঁয় ছাত্র-জনতার উদ্যোগে ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে। বিকাল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত শহরের কাজের মোড়ের প্রধান সড়ক পৌনে এক ঘণ্টা অবরোধ করে রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় রাস্তার দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে।
আন্দোলনকারীরা বলেন, গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ নওগাঁয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাদের গ্রেপ্তারের দাবি জানান তারা। সেইসঙ্গে জুলাই আন্দোলনের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি তোলেন।
এতে আরমান হোসেন, ফজলে রাব্বি, তানজিম বিন বারী বক্তব্য দেন।
টাঙ্গাইল
টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বিকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের নগরজালফৈ এলাকা অবরোধ করেন আন্দোলনকারীরা।
এতে মহাসড়কে উত্তরবঙ্গগামী পথে যানজটের সৃষ্টি হয়। আধা ঘণ্টা পর আন্দোলনকারী অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ সময় টাঙ্গাইল জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আবু আহমেদ শের শাহ, এনসিপির যুগ্ম সমন্বয়কারী কামরুজ্জামান শাওন এবং সদস্য ইসরাত জাহান রুমি বক্তব্য দেন।
শরীয়তপুর
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার গিয়ে শেষ হয়।
এ সময় ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার’, ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা।
এ সময় শরীয়তপুর জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ইমরান আল নাজিরসহ অন্যরাও উপস্থিত ছিলেন।
ফেনী
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। বিকাল সাড়ে ৪টা থেকে মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের দক্ষিণে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় ঢাকা-চট্টগ্রামমুখী দুই লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত বলেন, “গোপালগঞ্জে আমাদের দলের কেন্দ্রীয় নেতাদের ওপর যেভাবে হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ওপর হামলা নয় বরং গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। ”
ফেনী জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক আব্দুল আজিজ বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ অবস্থান। এনসিপির কর্মসূচি ঘিরে আওয়ামী ফ্যাসিবাদ আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। জুলাই বিপ্লবীদের এসব করে কোনোভাবে দমানো যাবে না। জুলাইয়ের কোনো নেতার কিছু হলে ছাত্র-জনতা ঘরে বসে থাকবে না।”
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, আন্দোলনকারীরা ৩০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চালানোর পর তারা সড়ক থেকে সরে দাঁড়ায়। বিকাল সাড়ে ৫টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
জামালপুর
জামালপুরে শান্তিপূর্ণ ব্লকেড কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার বিকালে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা শহরের বিজয় চত্বর ও বিসিক সংলগ্ন দড়িপাড়া বাইপাস সড়কে ব্লকেড কর্মসূচি পালন করা হয়। এতে জেলা সদরের সঙ্গে মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার সঙ্গে অন্তত ৪০ মিনিট সড়ক যোগাযোগ বন্ধ থাকে।
কর্মসূচি চলাকালে এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শহিদুল সম্রাট, সদস্য মো. জনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম-সদস্যসচিব আমিমুল ইহসান ও সাবেক সংগঠক রেদোয়ান খন্দকার মাহিন বক্তব্য দেন।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, অবরোধের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে যানচলাচল স্বাভাবিক করে।
গাজীপুর
গোপালগঞ্জে পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।
জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগর শাখার উদ্যোগে বিকেল ৫টা ৫মিনিটেটঙ্গীর সফিউদ্দিন রোডের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। অবরোধ শেষ হয় বিকাল ৫টা ৪৫ মিনিটে।
এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।
বিক্ষোভ মিছিল ও পথ সভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মুহিম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মহসিন উদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) অশোক কুমার পাল বলেন, বিকাল থেকে অবরোধকারীরা টঙ্গী কলেজ গেইট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। রাত ১০টার দিকে তারা অবরোধ তুলে নিলে গাড়ি চলাচল শুরু হয়।
একই দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এবং শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করেছে।
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নিউজ ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম