০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
গ্লাসগোতে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার শুটিং ছিল চলবে টানা দুই সপ্তাহ ধরে।

গ্লাসগোর রাস্তায় যাকে দেখে হইচই

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৩:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ৪১ বার পড়া হয়েছে

গ্লাসগোতে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার শুটিং ছিল চলবে টানা দুই সপ্তাহ ধরে।

 

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি স্পাইডারম্যানের শুটিং দেখার সৌভাগ্য হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগো শহরবাসীর।

বিবিসি লিখেছে শহরে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার শুটিং ছিল চলবে টানা দুই সপ্তাহ ধরে। যা শুরু হয়েছে শুক্রবার থেকে।

সিনেমার দৃশ্যধারণের জন্য শহরের কেন্দ্রস্থলের কিছু জায়গায় যুক্তরাষ্ট্রের কিছু জায়গার আদলে তৈরি করে নিয়েছে সিনেমা টিম।

এর মধ্যে একদিন একটি অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের পর স্পাইডারম্যান খ্যাত অভিনেতা টম হল্যান্ড উপস্থিত সবার সঙ্গে দীর্ঘ সময় নিয়ে কথা বলেন। স্পাইডার ম্যানের পোশাক পরা টম হল্যান্ড ভক্তদের ছবি ও সেলফিতেও ধরা দেন তিনি।

 

 

তাদের সঙ্গে কথাও বলেন। সে সময় অনেকে এসেছিলেন তাদের শিশু সন্তানদের সঙ্গে নিয়ে। ওই শিশুরাও স্পাইডারম্যানে পোশাক পরে এসেছিল।

ভক্তদের সঙ্গে মিশতে পছন্দ করেন এই অভিনেতা। এর আগে ব্রিজার ওয়াকার নামে ছয় বছর বয়সী এক শিশু তারকার সঙ্গে দেখা করেছিলেন টম হল্যান্ড।

ওয়াকার তার বোনকে কুকুরের আক্রমণ থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল। তাতে সে নিজেও আক্রমণের শিকার হয়। সেই সাহসের প্রশংসা করেন হলিউড অভিনেতারা। সে সময় হল্যান্ড সোশাল মিডিয়ায় বলেছিলেন তিনি ওয়াকারের সঙ্গে সশরীরে দেখা করবেন। কথা রেখেছিলেন এই তারকা।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালণিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের জুলাইয়ে।

 

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

গ্লাসগোতে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার শুটিং ছিল চলবে টানা দুই সপ্তাহ ধরে।

গ্লাসগোর রাস্তায় যাকে দেখে হইচই

আপডেট সময় ০৩:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

 

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি স্পাইডারম্যানের শুটিং দেখার সৌভাগ্য হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগো শহরবাসীর।

বিবিসি লিখেছে শহরে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার শুটিং ছিল চলবে টানা দুই সপ্তাহ ধরে। যা শুরু হয়েছে শুক্রবার থেকে।

সিনেমার দৃশ্যধারণের জন্য শহরের কেন্দ্রস্থলের কিছু জায়গায় যুক্তরাষ্ট্রের কিছু জায়গার আদলে তৈরি করে নিয়েছে সিনেমা টিম।

এর মধ্যে একদিন একটি অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের পর স্পাইডারম্যান খ্যাত অভিনেতা টম হল্যান্ড উপস্থিত সবার সঙ্গে দীর্ঘ সময় নিয়ে কথা বলেন। স্পাইডার ম্যানের পোশাক পরা টম হল্যান্ড ভক্তদের ছবি ও সেলফিতেও ধরা দেন তিনি।

 

 

তাদের সঙ্গে কথাও বলেন। সে সময় অনেকে এসেছিলেন তাদের শিশু সন্তানদের সঙ্গে নিয়ে। ওই শিশুরাও স্পাইডারম্যানে পোশাক পরে এসেছিল।

ভক্তদের সঙ্গে মিশতে পছন্দ করেন এই অভিনেতা। এর আগে ব্রিজার ওয়াকার নামে ছয় বছর বয়সী এক শিশু তারকার সঙ্গে দেখা করেছিলেন টম হল্যান্ড।

ওয়াকার তার বোনকে কুকুরের আক্রমণ থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল। তাতে সে নিজেও আক্রমণের শিকার হয়। সেই সাহসের প্রশংসা করেন হলিউড অভিনেতারা। সে সময় হল্যান্ড সোশাল মিডিয়ায় বলেছিলেন তিনি ওয়াকারের সঙ্গে সশরীরে দেখা করবেন। কথা রেখেছিলেন এই তারকা।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালণিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের জুলাইয়ে।

 

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম