০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, টাকা আত্মসাতের একটি অভিযোগের ভিত্তিতে স্থানীয় স্কুল কর্তৃপক্ষ যুবককে থানায় নিয়ে এসেছিল।

চকরিয়া থানার হাজতে যুবকের ঝুলন্ত লাশ, পুলিশের দাবি ‘আত্মহত্যা’

কক্সবাজার প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০২:১৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / ১ বার পড়া হয়েছে

দুর্জয় চৌধুরী।

 

কক্সবাজারের চকরিয়া থানার হাজত থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি তিনি ‘আত্মহত্যা’ করেছেন।

শুক্রবার ভোরে থানা হাজতে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

২৭ বছর বয়সী দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়ার বাসিন্দা কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটরের দায়িত্বে ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, “টাকা আত্মসাতের একটি অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ তাকে থানায় নিয়ে এসেছিল এবং একটা মামলা দেয়। যেহেতু মামলাটি দুদকের শিডিউলভুক্ত তাই আমরা জিডি নিয়েছি।

“রাতের সাড়ে ১১টা থেকে তাকে হেফাজতে রাখা হয়েছিল। পরে ভোরে হঠাৎ হাজতের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পান পুলিশ সদস্যরা।”

তিনি বলেন, এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে সুরতহাল করেছেন। লাশ উদ্ধার করে সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার তদন্ত কমিটি গঠন করেছেন জানিয়ে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, “আমি নিজেও ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তদন্ত কমিটি নিরুপণ করবে ঘটনাটি কী ছিল এবং ময়নাতদন্ত প্রতিবেদনে বেরিয়ে আসবে আসল ঘটনা।”

 

 

কক্সবাজার প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, টাকা আত্মসাতের একটি অভিযোগের ভিত্তিতে স্থানীয় স্কুল কর্তৃপক্ষ যুবককে থানায় নিয়ে এসেছিল।

চকরিয়া থানার হাজতে যুবকের ঝুলন্ত লাশ, পুলিশের দাবি ‘আত্মহত্যা’

আপডেট সময় ০২:১৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

 

কক্সবাজারের চকরিয়া থানার হাজত থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি তিনি ‘আত্মহত্যা’ করেছেন।

শুক্রবার ভোরে থানা হাজতে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

২৭ বছর বয়সী দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়ার বাসিন্দা কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটরের দায়িত্বে ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, “টাকা আত্মসাতের একটি অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ তাকে থানায় নিয়ে এসেছিল এবং একটা মামলা দেয়। যেহেতু মামলাটি দুদকের শিডিউলভুক্ত তাই আমরা জিডি নিয়েছি।

“রাতের সাড়ে ১১টা থেকে তাকে হেফাজতে রাখা হয়েছিল। পরে ভোরে হঠাৎ হাজতের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পান পুলিশ সদস্যরা।”

তিনি বলেন, এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে সুরতহাল করেছেন। লাশ উদ্ধার করে সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার তদন্ত কমিটি গঠন করেছেন জানিয়ে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, “আমি নিজেও ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তদন্ত কমিটি নিরুপণ করবে ঘটনাটি কী ছিল এবং ময়নাতদন্ত প্রতিবেদনে বেরিয়ে আসবে আসল ঘটনা।”

 

 

কক্সবাজার প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম