দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনশনে ৯ শিক্ষার্থী

- আপডেট সময় ১২:৩৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
নিরাপদ ক্যাম্পাস, প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দাবিতে ‘আমরণ অনশনে’ বসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থী।
বুধবার দুপুর ১টা থেকে প্রক্টর কার্যালয়ের সামনে ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে তারা এ কর্মসূচি শুরু করেন।
কর্মসূচিতে বাংলা বিভাগের ওমর সমুদ্র, ধ্রুব বড়ুয়া ও সুদর্শন চাকমা, সঙ্গীত বিভাগের ঈশা দে ও জশদ জাকির, ইংরেজি বিভাগের আহমেদ মুগ্ধ ও নাইম শাহজাহান, মার্কেটিং বিভাগের সুমাইয়া শিকদার এবং স্পোর্টস সাইন্সের রাম্রা সাইন মারমা রয়েছেন।
অনশনে বসা ধ্রুব বড়ুয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। স্থানীয়দের সঙ্গে যে সংঘর্ষ হয়েছে, সেটির ক্ষেত্রেও তারা ব্যর্থ।
“সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য অন্তর্ভুক্তিমূলক কমিটি হয়নি, যাতে করে সমস্যার সমাধান করা যায়। এ ছাড়া এ ঘটনায় যে মামলা হয়েছে, তাতে প্রকৃত দোষীদের আসামি করা হয়নি। শিক্ষার্থীর সঙ্গে যে দারোয়ানের সমস্যা হয়েছে তাকে মামলায় আসামি করেনি।”
ধ্রুবর অভিযোগ, “সংঘর্ষের ঘটনায় আহতদের সুষ্ঠু চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে আগে থেকে বিভিন্ন কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষ ‘গা না করায়’ আমরা অনশন শুরু করেছি।”
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
চট্টগ্রাম প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম