১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
এই প্যানেল থেকে ভিপি পদে লড়বেন নাট্যকলা বিভাগের পারোমিতা চাকমা। জিএস পদে মনোনয়ন নিয়েছেন পালি বিভাগের সিংঞোইউ মারমা।

চবির ফয়জুন্নেছা হলে ১৩ আদিবাসী ও এক বৌদ্ধ ছাত্রীর ‘হৃদ্যতার বন্ধন‘

চট্টগ্রাম প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১০:৩১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি ছাত্রী হলের সংসদ নির্বাচনে আদিবাসী শিক্ষার্থীরা এক হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি ছাত্রী হলের সংসদ নির্বাচনে আদিবাসী শিক্ষার্থীরা এক হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

‘হৃদ্যতার বন্ধন’ নামে প্যানেল করে নওয়াব ফয়জুন্নেছা হলের ছাত্র সংসদ নির্বাচনে তারা লড়বেন।

হলটির ছাত্র সংসদে মোট ১৪ পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে ‘হৃদ্যতার বন্ধন‘ প্যানেল থেকে ১৩ জন আদিবাসী শিক্ষার্থী এবং আরেকজন লড়বেন বৌদ্ধ সম্প্রদায়ের। নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা সকলে এক হয়ে সোমবার মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।

‘হৃদ্যতার বন্ধন’ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী পারোমিতা চাকমা। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন পালি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিংঞোইউ মারমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পারোমিতা চাকমা বলেন, “আমরা হৃদ্যতার বন্ধন নামে প্যানেল করে হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি। ১৪ জনের মধ্যে ১৩ জন আদিবাসী সম্প্রদায়ের হলেও একজন বাঙালি বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষার্থী আছেন।

তিনি বলেন, আমরা এই নির্বাচনে একসঙ্গে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দিতে চাই। শিক্ষার্থীদের দাবি আদায়ের সঙ্গে সুন্দও পরিবেশ গড়ে তুলতে চাই।

সোমবার একসঙ্গে ফরম নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বুধবারে একসঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

ফয়জুন্নেসা হলে ‘হৃদ্যতার বন্ধন‘ প্যানেল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা অন্য প্রার্থীরা হলেন, সহ-সাধারণ সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের মে থুই চিৎ খিয়াং, সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে সংগীত বিভাগের প্রত্যাশা চাকমা, দপ্তর সম্পাদক পদে হিসাব বিজ্ঞান বিভাগের খিং খিং রাখাইন, খেলাধুলা সম্পাদক পদে ইতি চাকমা, সমাজসেবা পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে পালি বিভাগের শিক্ষার্থী অপরাজিতা বড়ুয়া, বিজ্ঞান গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে সুরঞ্জনা ত্রিপুরা, স্বাস্থ্য সম্পাদক হিসেবে পালি বিভাগের অংমে মারমা, রিডিংরুম-ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে মার্কেটিং বিভাগের মোনালিসা চাকমা, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে পালি বিভাগের শ্রেয়া তালুকদার এবং নির্বাহী সদস্য হিসেবে শিপ্রা তঞ্চঙ্গ্যা, অনন্যা চাকমা ও প্রমিতা ত্রিপুরা।

আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

চট্টগ্রাম প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

এই প্যানেল থেকে ভিপি পদে লড়বেন নাট্যকলা বিভাগের পারোমিতা চাকমা। জিএস পদে মনোনয়ন নিয়েছেন পালি বিভাগের সিংঞোইউ মারমা।

চবির ফয়জুন্নেছা হলে ১৩ আদিবাসী ও এক বৌদ্ধ ছাত্রীর ‘হৃদ্যতার বন্ধন‘

আপডেট সময় ১০:৩১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি ছাত্রী হলের সংসদ নির্বাচনে আদিবাসী শিক্ষার্থীরা এক হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

‘হৃদ্যতার বন্ধন’ নামে প্যানেল করে নওয়াব ফয়জুন্নেছা হলের ছাত্র সংসদ নির্বাচনে তারা লড়বেন।

হলটির ছাত্র সংসদে মোট ১৪ পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে ‘হৃদ্যতার বন্ধন‘ প্যানেল থেকে ১৩ জন আদিবাসী শিক্ষার্থী এবং আরেকজন লড়বেন বৌদ্ধ সম্প্রদায়ের। নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা সকলে এক হয়ে সোমবার মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।

‘হৃদ্যতার বন্ধন’ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী পারোমিতা চাকমা। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন পালি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিংঞোইউ মারমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পারোমিতা চাকমা বলেন, “আমরা হৃদ্যতার বন্ধন নামে প্যানেল করে হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি। ১৪ জনের মধ্যে ১৩ জন আদিবাসী সম্প্রদায়ের হলেও একজন বাঙালি বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষার্থী আছেন।

তিনি বলেন, আমরা এই নির্বাচনে একসঙ্গে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দিতে চাই। শিক্ষার্থীদের দাবি আদায়ের সঙ্গে সুন্দও পরিবেশ গড়ে তুলতে চাই।

সোমবার একসঙ্গে ফরম নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বুধবারে একসঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

ফয়জুন্নেসা হলে ‘হৃদ্যতার বন্ধন‘ প্যানেল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা অন্য প্রার্থীরা হলেন, সহ-সাধারণ সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের মে থুই চিৎ খিয়াং, সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে সংগীত বিভাগের প্রত্যাশা চাকমা, দপ্তর সম্পাদক পদে হিসাব বিজ্ঞান বিভাগের খিং খিং রাখাইন, খেলাধুলা সম্পাদক পদে ইতি চাকমা, সমাজসেবা পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে পালি বিভাগের শিক্ষার্থী অপরাজিতা বড়ুয়া, বিজ্ঞান গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে সুরঞ্জনা ত্রিপুরা, স্বাস্থ্য সম্পাদক হিসেবে পালি বিভাগের অংমে মারমা, রিডিংরুম-ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে মার্কেটিং বিভাগের মোনালিসা চাকমা, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে পালি বিভাগের শ্রেয়া তালুকদার এবং নির্বাহী সদস্য হিসেবে শিপ্রা তঞ্চঙ্গ্যা, অনন্যা চাকমা ও প্রমিতা ত্রিপুরা।

আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

চট্টগ্রাম প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম