ইতোমধ্যে তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশ নিতে নিবন্ধন করেছেন; নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
চবি প্রাক্তনীদের পুনর্মিলনী ১২ সেপ্টেম্বর

- আপডেট সময় ০৬:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী হবে আগামী ১২ সেপ্টেম্বর।
রোববার নগরীর একটি রেস্তোরাঁয় পুনর্মিলনীর বিভিন্ন দিক তুলে ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরী।
তিনি বলেন, ১২ সেপ্টেম্বর বেলা আড়াইটা থেকে রাত সাড়ে সাড়ে ১১টা পর্যন্ত নগরীর জিইসি কনভেনশন সেন্টারে পুনর্মিলনী অনুষ্ঠান হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তনীদের স্মৃতিচারণ, মিলনমেলা এবং প্রীতিভোজের আয়োজন থাকবে।
ইতোমধ্যে তিন হাজার শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশ নিতে নিবন্ধন করেছেন এবং আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।
আসলাম চৌধুরী বলেন, পুনর্মিলনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল গত ৪ জুলাই। সরকারের অনুরোধে জুলাই বিপ্লবের প্রতি সংহতি জানিয়ে তা পরিবর্তন করে ৮ অগাস্ট করা হয়েছিল। কিন্তু ওইসময় প্রাকৃতিক ও রাষ্ট্রীয় পরিস্থিতি ‘অনুকূলে না থাকায়’ তা স্থগিত করা হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতি নিয়েও কথা বলেন সাবেক শিক্ষার্থী ও বিএনপি নেতা আসলাম চৌধুরী।
তিনি বলেন, “প্রাক্তনদের মাঝে ঐক্য বৃদ্ধি করার জন্য এ পুনর্মিলনীর আয়োজন। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালেয়ে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো অ্যালামনাই সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে কীভাবে সমাধানের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়গুলো আলোচনা হবে।”
অন্যদের মধ্যে পুনর্মিলনী আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ একরামুল করিম, সদস্য সচিব কামরুল হাসান হারুন, এমএ হালিমসহ অ্যাসোসিয়েশনের সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম