০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
শিরোনাম
ঘটনাস্থলে তার মৃত্যু হয়, বলছেন প্রধান শিক্ষক।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থী নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
- আপডেট সময় ০৫:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ১০১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
রোববার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান।
মৃত রোহিত সিংহ (৫) ওই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী ও পার্শ্ববর্তী চৌকা পণ্ডিত পাড়া গ্রামের রাজু সিংহের ছেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, “সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থেমে গেলে রোহিত শিক্ষকের অনুমতি নিয়ে বাইরে যায়। এ সময় স্কুলের সামনে রাস্তার পাশে বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
শিশুটির মাথাসহ শরীরের বাম দিক পুড়ে গেছে বলে জানান প্রধান শিক্ষক।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে ওসি গোলাম কিবরিয়া জানান।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম











