গত ২৬ মে ঢাকা থেকে বরিশালে ফেরার পথে লঞ্চের কেবিনে ওই নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করা হয় বলে মামলায় বলা হয়েছে।
চাকরির কথা বলে গৃহবধূকে ‘ধর্ষণ’, কোস্ট গার্ড সদস্যের বিরুদ্ধে মামলা

- আপডেট সময় ১১:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৫২ বার পড়া হয়েছে
বরিশালে চাকরি দেওয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কোস্ট গার্ড সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার ভুক্তভোগী বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করলে বিচারক মুহা. রকিবুল ইসলাম কোতোয়ালি মডেল থানারা ওসিকে মামলাটি নথিভুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন জানান আদালতের বেঞ্চ সহকারী হাবিবর রহমান।
আসামি মো. সিরাজুল ইসলাম (২৭) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা। তিনি কোস্ট গার্ডের চট্টগ্রাম রেঞ্জে কর্মরত আছেন।
মামলার বরাতে বেঞ্চ সহকারী হাবিবর বলেন, “ফেইসবুকের মাধ্যমে ওই গৃহবধূর (৩৩) সঙ্গে কোস্ট গার্ড সদস্য সিরাজুলের পরিচয় হয়। এর মধ্যে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ওই গৃহবধূ সিরাজুলের কাছে চাকরির পাইয়ে দেওয়ার অনুরোধ করেন। গত ২৬ মে চাকরি দেওয়ার কথা বলে ওই নারীকে ঢাকায় নেন সিরাজুল।
“চাকরি পেতে একটু সময়ের প্রয়োজন জানিয়ে ওই দিন তাকে ঢাকা থেকে বরিশালে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন সিরাজুল। পরে তারা বরিশাল-ঢাকা নৌপথে ‘পারাবাত লঞ্চের’ কেবিনে ওঠেন তারা। সেখানে ওই নারীকে ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণ করেন সিরাজুল।”
তিনি বলেন, পরে ওই গৃহবধূ চাকরির কথা বললে সিরাজুল পারবেন না বলে জানিয়ে দেন। সেইসঙ্গে এ নিয়ে বাড়াবাড়ি করলে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন সিরাজুল।
অভিযোগের বিষয়ে জানতে কোস্ট গার্ড সদস্য সিরাজুলকে মোবাইল করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে; যার কোনো ভিত্তি নেই।
বরিশাল প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম