১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
দুপুরে যাত্রী ও খাদ্যসামগ্রী নিয়ে দুটি ট্রলার কায়ুকখালীয়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে।

চার দিন পর টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ট্রলার চলাচল শুরু

টেকনাফ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৩:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ৪৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট থেকে জরুরি খাদ্যসামগ্রী ও ৭৭ যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে দুটি সার্ভিস ট্রলার ছেড়ে গেছে।

 

চার দিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন পথে আবার নৌযান চলাচল শুরু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুটি ট্রলার জরুরি খাদ্যসামগ্রী ও ৭৭ যাত্রী নিয়ে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে দুটি সার্ভিস ট্রলার ছেড়ে গেছে।

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী সার্ভিস ট্রলার মালিক সমিতি সভাপতি রশিদ আহমেদ বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে সাগর উত্তাল থাকায় বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। রোববার সকালে সতর্ক সংকেত প্রত্যাহার করে আবহাওয়া অধিদপ্তর।

কিন্তু সাগর উত্তাল থাকায় রোববার সারাদিন কোনও ট্রলার চলাচল করেনি। সোমবার দুপুরের দিকে যাত্রী ও খাদ্যসামগ্রী নিয়ে দুটি ট্রলার কায়ুকখালীয়া ঘাট থেকে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশে ছেড়ে গেছে।

ট্রলারের টিকেট বিক্রেতা মোহাম্মদ ওমর ফারুক বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় দুপুরের দিকে যাত্রীবাহী এসবি রাফিয়া ও এসবি আশিক নামের দুটি ট্রলারে করে শিশু ও নারীসহ ৭৭ যাত্রী এবং একটি সার্ভিস ট্রলারে শাক-সবজি খাদ্য পণ্য নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দিয়েছে।

সেন্ট মার্টিনের বাসিন্দা আলী আহম্মদ বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ১০ দিন আগে টেকনাফে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়েন তিনি। সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ ছিল। তার পরিবার-পরিজন ছিল সেন্ট মার্টিন আর তিনি ছিলাম টেকনাফে।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রশাসনের অনুমতি নিয়ে সার্ভিস ট্রলার চলাচল শুরু হলে তিনিসহ দ্বীপের অর্ধশতাধিক শিশু, নারী ও পুরুষ ট্রলারে করে সেন্ট মার্টিন যাচ্ছেন বলে জানান আলী আহম্মদ।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্য পণ্যের সংকট দেখা দেয়। প্রতিবছর র্বষা এলে দ্বীপের বাসিন্দাদের কষ্ট বাড়ে।

সকাল ১০টার দিকে সেন্ট মার্টিন জেটিঘাট এলাকা দিয়ে দুটি ট্রলার দেড় শতাধিক যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানান তিনি।

দ্বীপের মানুষের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে সি ট্রাক ও সি অ্যাম্বুলেন্স চালু করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন এই জনপ্রতিনিধি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল চার দিন বন্ধ রাখা হয়েছিল।

সতর্ক সংকেত প্রত্যাহারের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এই পথে আবার নৌযান চালু করা হয়েছে বলে জানান তিনি।

 

 

টেকনাফ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

দুপুরে যাত্রী ও খাদ্যসামগ্রী নিয়ে দুটি ট্রলার কায়ুকখালীয়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে।

চার দিন পর টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ট্রলার চলাচল শুরু

আপডেট সময় ০৩:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

 

চার দিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন পথে আবার নৌযান চলাচল শুরু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুটি ট্রলার জরুরি খাদ্যসামগ্রী ও ৭৭ যাত্রী নিয়ে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে দুটি সার্ভিস ট্রলার ছেড়ে গেছে।

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী সার্ভিস ট্রলার মালিক সমিতি সভাপতি রশিদ আহমেদ বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে সাগর উত্তাল থাকায় বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। রোববার সকালে সতর্ক সংকেত প্রত্যাহার করে আবহাওয়া অধিদপ্তর।

কিন্তু সাগর উত্তাল থাকায় রোববার সারাদিন কোনও ট্রলার চলাচল করেনি। সোমবার দুপুরের দিকে যাত্রী ও খাদ্যসামগ্রী নিয়ে দুটি ট্রলার কায়ুকখালীয়া ঘাট থেকে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশে ছেড়ে গেছে।

ট্রলারের টিকেট বিক্রেতা মোহাম্মদ ওমর ফারুক বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় দুপুরের দিকে যাত্রীবাহী এসবি রাফিয়া ও এসবি আশিক নামের দুটি ট্রলারে করে শিশু ও নারীসহ ৭৭ যাত্রী এবং একটি সার্ভিস ট্রলারে শাক-সবজি খাদ্য পণ্য নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দিয়েছে।

সেন্ট মার্টিনের বাসিন্দা আলী আহম্মদ বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ১০ দিন আগে টেকনাফে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়েন তিনি। সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ ছিল। তার পরিবার-পরিজন ছিল সেন্ট মার্টিন আর তিনি ছিলাম টেকনাফে।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রশাসনের অনুমতি নিয়ে সার্ভিস ট্রলার চলাচল শুরু হলে তিনিসহ দ্বীপের অর্ধশতাধিক শিশু, নারী ও পুরুষ ট্রলারে করে সেন্ট মার্টিন যাচ্ছেন বলে জানান আলী আহম্মদ।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্য পণ্যের সংকট দেখা দেয়। প্রতিবছর র্বষা এলে দ্বীপের বাসিন্দাদের কষ্ট বাড়ে।

সকাল ১০টার দিকে সেন্ট মার্টিন জেটিঘাট এলাকা দিয়ে দুটি ট্রলার দেড় শতাধিক যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানান তিনি।

দ্বীপের মানুষের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে সি ট্রাক ও সি অ্যাম্বুলেন্স চালু করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন এই জনপ্রতিনিধি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল চার দিন বন্ধ রাখা হয়েছিল।

সতর্ক সংকেত প্রত্যাহারের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এই পথে আবার নৌযান চালু করা হয়েছে বলে জানান তিনি।

 

 

টেকনাফ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম