ইনার মঙ্গোলিয়ার তৃণভূমির ভেতর দিয়ে বয়ে যাওয়া একটি নদীর পানির চাপে পাড় ভেঙে হঠাৎ বন্যা দেখা দেয়।
চীনের ইনার মঙ্গোলিয়ায় হঠাৎ বন্যায় ৮ মৃত্যু, নিখোঁজ ৪

- আপডেট সময় ০৫:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
চীনের উত্তরাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় হঠাৎ বন্যায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে আর আরও চারজন নিখোঁজ রয়েছেন।
রোববার চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে,ইনার মঙ্গোলিয়ার তৃণভূমির ভেতর দিয়ে বয়ে যাওয়া একটি নদীর পানির চাপে শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে পাড় ভেঙে হঠাৎ বন্যা দেখা দেয়। ধেয়ে আসা পানির তোড়ে বায়ান্নুর শহরের কাছে তাঁবুতে থাকা ১৩ জন ভেসে যান। তাদের মধ্যে মাত্র একজনকে উদ্ধার করা সম্ভব হয়।
বাকি ১২ জনের মধ্যে ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও চারজন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
জুলাই থেকেই মৌসুমি বায়ুর প্রভাবে কয়েক সপ্তাহ ধরে চীনে চরম আবহাওয়া বিরাজ করছে। এবার দেশটির বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক ভারি বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বায়ু এখন দেশটির উত্তর ও দক্ষিণ অঞ্চলজুড়ে বিরাজ করছে।
আবহাওয়ার এই পরিবর্তিত ধরনের সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক আছে বলে বিশেষজ্ঞরা দাবি করছেন। দেশটিতে হঠাৎ বন্যার কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন আর কয়েক বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির হুমকি তৈরি করেছে।
বায়ান্নুর চীনের গুরুত্বপূর্ণ শস্য ও তেল উৎপাদনের এলাকা। পাশাপাশি এটি ভেড়া প্রজনন ও প্রক্রিয়াকরণের জন্যও পরিচিত।
দেশটির অপর প্রান্তে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের মিয়ানঝু শহরে শুক্রবার বিরূপ আবহাওয়ার মধ্যে একটি কাঠামো ভেঙে পড়ে দুইজন নিহত ও তিনজন আহত হন, শনিবার জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম