প্রতি মৌসুমে সব শিরোপার জন্য লড়াই করতে চায় বার্সেলোনা, বললেন ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে।
চুক্তির মেয়াদ বাড়িয়ে কুন্দে বললেন, ‘বার্সা ছাড়ার কোনো ইচ্ছে নেই’

- আপডেট সময় ১২:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
চুক্তির মেয়াদ বাকি দুই বছর। তবে পারফরমান্সের পুরস্কার প্রাপ্যই ছিল জুল কুন্দের। নতুন চুক্তিও তাই চূড়ান্ত হয়ে গেছে। বার্সেলোনায় চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে উচ্ছ্বসিত এই ডিফেন্ডার বললেন, প্রতি বছরই সব শিরোপার জন্য লড়াই করতে চান তারা।
বার্সেলোনার কুন্দের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। সেটিই বাড়ছে আরও তিন বছর। ২০২৩ পর্যন্ত কাতালান ক্লাবটিতেই থাকছেন ফরাসি ডিফেন্ডার।
বার্সেলোনার সঙ্গে এখন দক্ষিণ কোরিয়া সফরে আছেন কুন্দে। প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে বার্সেলোনার এশিয়া সফরের শুরু এখান থেকেই। সিউলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, চুক্তি চূড়ান্ত হয়েই গেছে, কেবল আনুষ্ঠানিক ঘোষণাই বাকি।
“হ্যাঁ, এটা এখন কেবল সময়ের ব্যাপার। আমরা (বার্সেলোনায়) ফেরার পর সব আনুষ্ঠানিকতা সেরে ফেলা হবে। আমি দারুণ খুশি।”
“বেশ দ্রুতই সবকিছু হয়ে গেছে। ক্লাব ও আমার ভাবনা একই, পথচলায় ছুটতে থাকা। আমি এখানে খুবই খুশি, এই দলে স্বস্তি অনুভব করি এবং ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা নিয়েও আমি অনুপ্রাণিত। প্রতি বছরই আমরা সব শিরোপার জন্য লড়াই করব ও বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছে আমার নেই। ২০৩০ পর্যন্ত আমার চুক্তির মেয়াদ।”
গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জয়ে উল্লেখযোগ্য অবদান ছিল কুন্দের। ধারাবাহিক পারফরম্যান্সে দলের প্রথম পছন্দের রাইট ব্যাক হয়ে উঠেছেন ২৬ বছর বয়সী ফুটবলার।
ফরাসি ক্লাব বহদুর একাডেমি থেকে উঠে আসা ডিফেন্ডার ওই ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে পা রাখার পর ২০১৯ সালে স্পেনে আসেন সেভিয়ায় নাম লিখিয়ে। সেখানে তিন মৌসুম খেলে ২০২২ সালে শাভি এর্নান্দেসের হাত ধরে তিনি পা রাখেন বার্সেলোনায়।
কাতালান ক্লাবটির হয়ে এই ক বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪১ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করেছেন ৭টি, সহায়তা করেছেন ১৮ গোলে। ক্লাবের হয়ে জিতেছেন এখনও পর্যন্ত দুটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে। লা লিগার মৌসুম সেরা দলে জায়গা পেয়েছেন তিন বার।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম