০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অনুপ্রবেশের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে।
চুয়াডাঙ্গায় মদসহ ভারতীয় নাগরিক আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
- আপডেট সময় ১১:৩৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ২২৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় বিশেষ মাদক বিরোধী অভিযানে মদসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান।
আটক মহম্মদ মহাবুল মণ্ডল (৩৮) ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চকরামপ্রসাদ গ্রামের মৃত মোজাহার মণ্ডলের ছেলে।
ওসি খালেদুর বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অনুপ্রবেশের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, “জেলায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও অনুপ্রবেশ রোধে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
চুয়াডাঙ্গা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
ট্যাগস
চুয়াডাঙ্গায় মদসহ ভারতীয় নাগরিক আটক তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অনুপ্রবেশের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে।











