চেলসিকে উড়িয়ে জয়ের সঙ্গে শীর্ষেও ফিরলো আর্সেনাল
- আপডেট সময় ০৯:৩৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১১৭ বার পড়া হয়েছে
চলতি মৌসুমে বেশ দুর্দান্ত ফর্মে ছিল আর্সেনাল। মাঝে হঠাৎ করেই পথ হারিয়ে বসে তারা। যে কারণে প্রিমিয়ার লিগে শিরোপার পথে ম্যানচেস্টার সিটির কাছে শীর্ষস্থানও হারিয়ে ফেলেছিল গানার্সরা। তবে চেলসির বিপক্ষে চার ম্যাচ পর লিগে জয়ের পথে ফিরল আর্সেনাল, উঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে।
মঙ্গলবার (২ মে) রাতে ঘরের মাঠ অ্যামিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে আর্সেনাল। প্রথমার্ধেই মার্টিন ওডেগোরের জোড়া গোলের পর আরেকটি গোল করে ব্যবধান বাড়ান গাব্রিয়েল জেসুস। দ্বিতীয়ার্ধে চেলসির হয়ে একমাত্র গোলটি করেন নোনি মাদুয়েকে। আরও পড়ুন: পিএসজিতে নিষিদ্ধ হচ্ছেন মেসি! এদিন জয়ের জন্য যে কতটা মরিয়া ছিল, তার প্রমাণ ম্যাচের শুরুতেই দেখিয়েছে আর্সেনাল। আক্রমণের ঝড় তুলে ম্যাচের ১৮তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিক থেকে গ্রানিত জাকার পাস বক্সে ফাঁকায় পেয়ে জোরাল শট নেন ওডেগোর, বল ক্রসবারে লেগে জড়িয়ে যায় জালে।
এরপর ৩১তম মিনিটে আবারও গোল করে আর্সেনাল। ম্যাচে নিজের জোড়া গোল করে ব্যবধান দ্বিগুন করেন নরওয়ের এই মিডফিল্ডার। সাকার সঙ্গে দারুণ বোঝাপড়ায় বাঁ দিক থেকে ডি-বক্সে ফাঁকায় বাঁ পায়ের প্লেসিং শটেই জালে পাঠান ওডেগোর। এবারের লিগে ওডেগোরের গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ১৪টিতে। আরও পড়ুন: ১৮ বছরেই বাবা হচ্ছেন ম্যানইউর আর্জেন্টাইন তারকা এর ঠিক তিন মিনিট পর জালের নিশানা খুজে নেন ব্রাজিলিয়ান তারকা জেসুস৷ ৩৪তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রস জেসুস বুক দিয়ে নামিয়ে ছোট করে বাড়ান পাশে সাকার কাছে। তার শট চেলসিত রক্ষণভাগের খেলোয়াড় প্রতিহত করার পর আবারও বল পান জেসুস। সেখান থেকে নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
গেল মাসে লিভারপুল ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েও পয়েন্ট হারিয়েছিল আর্সেনাল। তবে এবার দলটি কোনো ভুল করেনি। বিরতির পর ৫১তম মিনিটে জেসুসের হেডে গোল খেতে বসেছিল চেলসি। তবে গোললাইনে প্রথমে ঊরু দিয়ে ঠেকিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় ক্লিয়ার করেন চিয়াগো সিলভা। আরও পড়ুন: পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করছেন মার্কুইনোস পরের মিনিটে সাকার শট ঝাঁপিয়ে ফেরান চেলসি গোলরক্ষক। এরপর ৬৫তম মিনিটে মাদুয়েকের গোলে আশা জাগায় চেলসি। মাতেও কোভাসিচের উঁচু করে বাড়ানো থ্রু বল বক্সে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে যদিও ঠিকমতো শট নিতে পারেননি তরুণ ফরোয়ার্ড। তবে এগিয়ে যাওয়া র্যামসডেল তা ঠেকাতে পারেননি।
এরপর আর্সেনাল তাদের আক্রমণে গতি কমলেও ভালোভাবে ঘর সামলে রাখে। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল। আর দলের বিপদে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়া ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের হাত ধরে ছয় ম্যাচ খেলে জয়শূন্যই রইল চেলসি; সবকটিতেই হারের তেতো স্বাদ। আরও পড়ুন: স্টেডিয়ামে ভিড়ে পিষ্ট হয়ে দর্শক নিহত আর্সেনালের ৩৪ ম্যাচে মাঠে নেমে ২৪ জয় ও ৬ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে ফিরল। অবশ্য শিরোপাভাগ্য থাকছে ম্যানসিটির হাতেই। দুই ম্যাচ কম খেলে দলটির পয়েন্ট ৭৬। এদিকে ৩৩ ম্যাচে ১০ জয় ও ৯ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে চেলসি।