“পুলিশের বিষয়ে জনগণ সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট।”
জনবান্ধব হতে পারলে পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় ০৬:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ১১৫ বার পড়া হয়েছে

সোমবার বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের জেলা প্রশাসনসহ বিভিন্ন সহকারী দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সঅংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
জনবান্ধন ও জনগণের হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন।
সোমবার বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের জেলা প্রশাসনসহ বিভিন্ন সহকারী দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সঅংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, “পুলিশকে মানবিক পুলিশ হতে হবে, জনবান্ধব পুলিশ হতে হবে, আর জনবান্ধব পুলিশ হলেই কলঙ্ক মুছে যাবে।”
তিনি বলেন, “৫ অগাস্টের পর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই পুলিশ জনবান্ধন হতে শুরু করেছে। আগের মতো পুলিশ ব্যবহার করে না। পুলিশের বিষয়ে জনগণ সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট।
“জনগণকে সন্তুষ্ট রাখতে আমি পুরোপুরি চেষ্টা করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুত।”
সম্প্রতি ঘটে যাওয়া ‘মব’ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম