কোভিড মহামারীর সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর সম্পর্কের গল্প নিয়ে ‘জয়া আর শারমিন’।
জয়ার সিনেমা আসছে ওটিটিতে

- আপডেট সময় ০১:৫১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
দুই নারীর সম্পর্কের গল্প নিয়ে গত মে মাসে ‘জয়া আর শারমিনের’ নামের যে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সেটি এবার আসছে ওটিটিতে।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সিনেমাটি। ফেইসবুকে এক পোস্টে চরকি সেপ্টেম্বরে চারটি নতুন কন্টেন্ট মুক্তির ঘোষণা দিয়েছে। যেখানে রয়েছে ‘জয়া আর শারমিন’ সিনেমাটিও। তবে মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
বাকি তিনটি হল ‘ইনসাফ’ সিনেমা, যেটি দেখা যাবে বৃহস্পতিবার থেকে। এছাড়াও আসছে ‘খুব কাছের কেউ’ ও ‘অন্ধ বালক’।
কোভিড মহামারীর সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর সম্পর্কের গল্প নিয়ে ‘জয়া আর শারমিনের’ সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু আর খান।
সিনেমার গল্পে দেখা গেছে, জয়া একজন অভিনেত্রী; অন্যজন তার সহকারী। করোনা মহামারীর কারণে বাইরের জগতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে তারা দুজন গৃহবন্দী জীবন কাটাতে বাধ্য হয় দীর্ঘ সময়।
প্রথম দিকে তাদের সম্পর্কটা ছিল পেশাগত। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কের পরিধি বাড়তে থাকে। একসঙ্গে রান্না, গল্প করা, পুরোনো স্মৃতিচারণা সবকিছুতেই তারা একে অপরের সঙ্গী হয়ে ওঠে। তারপরও এ ঘনিষ্ঠতার মধ্যে ছিল অদৃশ্য এক দেয়াল।
জয়ার তারকাখ্যাতি এবং শারমিনের সাধারণ জীবনের ফারাক একটা সময় তাদের সম্পর্ককে জটিল করে তোলে। সম্পর্কের উত্থান-পতনের গল্পই দেখা যাবে এই সিনেমায়।

এতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে মহসিনা আক্তার।
পরিচালক পিপলু আর খান জানিয়েছিলেন, মাত্র ১৫ দিনের মধ্যে সারা হয়েছিল ‘জয়া আর শারমিন’ সিনেমার দৃশ্যধারণের কাজ। সীমিত লোকবল নিয়ে মহামারীর সময়ে শুটিং করা হয় সিনেমাটির।
সিনেমা নিয়ে জয়া আহসান বলেন, “দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত অনুভূতির ডকুমেন্টেশন। অদ্ভুত এক সময়ে শুট করা ছোট্ট একটি সিনেমা, তবে দর্শকের অনুভূতিতে নাড়া দেবে বলে আশা করি।”
সিনেমার গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনা করেছেন পিপলু ও জয়া।
সিনেমায় জয়া আহসান, মহসিনা আক্তার ছাড়াও বিশেষ উপস্থিতিতে রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম