০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
‘ফ্রুগাল ইনোভেশন ফোরাম’ শীর্ষক এ আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ২০০ জনেরও বেশি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, গবেষক ও উন্নয়নকর্মী অংশ নেন।

জলবায়ু সংকট মোকাবেলায় ব্র্যাকের সম্মেলনে স্থানীয় উদ্ভাবনে গুরুত্ব

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৯:৪১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

জলবায়ু সহনশীল কৃষিভিত্তিক উদ্ভাবন নিয়ে শনিবার সাভারে ব্র্যাক আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি

 

জলবায়ু সহনশীল বীজ, ডিজিটাল পরামর্শ, জলবায়ু ঝুঁকি বীমা এবং কৃষিতে অর্থায়নের সুযোগের ক্ষেত্রে সমন্বিত ও প্রেক্ষাপট উপযোগী কৌশলগুলো উঠে এল জলবায়ু অভিযোজন বিষয়ক এক সম্মেলনে।

শনিবার ঢাকায় শেষ হওয়া দুদিনের এ সম্মেলনে আলোচনা সভার পাশাপাশি জলবায়ু সহনশীল কৃষিভিত্তিক উদ্ভাবন নিয়ে প্রদর্শনীর আয়োজনও ছিল।

স্থানীয় জনগণের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জলবায়ু অভিযোজন কৌশলকে বড় পরিসরে কাজে লাগাতে ‘ফ্রুগাল ইনোভেশন ফোরাম’ শীর্ষক এ আয়োজন করে ব্র্যাক।

‘কৃষি, খাদ্য নিরাপত্তা ও জীবিকায় জলবায়ু অভিযোজন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারের ব্র্যাক সেন্টার ফল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (সিডিএম) শুক্র ও শনিবার এ সম্মেলন হয়।

এতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গ্লোবাল সাউথ বা বিশ্বের এই প্রান্তের বাস্তবতার নিরিখে এবং স্থানীয় জনগোষ্ঠীর উদ্ভাবিত সমাধানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া বিশেষজ্ঞ, গবেষক ও উদ্যোক্তারা পুনরুৎপাদনশীল কৃষি, প্রকৃতিভিত্তিক সমাধান, জলবায়ু সংক্রান্ত তথ্য সরবরাহ ব্যবস্থা, আর্থিক অন্তর্ভুক্তি ও বাজারজাতকরণের কৌশল উদ্ভাবনের বাস্তবসম্মত সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

২০১৩ সালে যাত্রা শুরুর পর থেকে ফ্রুগাল ইনোভেশন ফোরাম (ফিফ) গ্লোবাল সাউথ ভিত্তিক উদ্ভাবন ও সম্ভাব্য সমাধান নিয়ে কাজ করছে। এটির আগের সম্মেলনগুলোতে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি থেকে কোভিড পরবর্তী পুনরুদ্ধার নিয়ে আলোচনা হয়।

 

ফ্রুগাল ইনোভেশন ফোরামের এক অধিবেশনে কথা বলছেন অতিথিরা।

এবারের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ২০০ জনেরও বেশি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, গবেষক ও উন্নয়নকর্মী অংশ নেন।

 

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

‘ফ্রুগাল ইনোভেশন ফোরাম’ শীর্ষক এ আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ২০০ জনেরও বেশি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, গবেষক ও উন্নয়নকর্মী অংশ নেন।

জলবায়ু সংকট মোকাবেলায় ব্র্যাকের সম্মেলনে স্থানীয় উদ্ভাবনে গুরুত্ব

আপডেট সময় ০৯:৪১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

 

জলবায়ু সহনশীল বীজ, ডিজিটাল পরামর্শ, জলবায়ু ঝুঁকি বীমা এবং কৃষিতে অর্থায়নের সুযোগের ক্ষেত্রে সমন্বিত ও প্রেক্ষাপট উপযোগী কৌশলগুলো উঠে এল জলবায়ু অভিযোজন বিষয়ক এক সম্মেলনে।

শনিবার ঢাকায় শেষ হওয়া দুদিনের এ সম্মেলনে আলোচনা সভার পাশাপাশি জলবায়ু সহনশীল কৃষিভিত্তিক উদ্ভাবন নিয়ে প্রদর্শনীর আয়োজনও ছিল।

স্থানীয় জনগণের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জলবায়ু অভিযোজন কৌশলকে বড় পরিসরে কাজে লাগাতে ‘ফ্রুগাল ইনোভেশন ফোরাম’ শীর্ষক এ আয়োজন করে ব্র্যাক।

‘কৃষি, খাদ্য নিরাপত্তা ও জীবিকায় জলবায়ু অভিযোজন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারের ব্র্যাক সেন্টার ফল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (সিডিএম) শুক্র ও শনিবার এ সম্মেলন হয়।

এতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গ্লোবাল সাউথ বা বিশ্বের এই প্রান্তের বাস্তবতার নিরিখে এবং স্থানীয় জনগোষ্ঠীর উদ্ভাবিত সমাধানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া বিশেষজ্ঞ, গবেষক ও উদ্যোক্তারা পুনরুৎপাদনশীল কৃষি, প্রকৃতিভিত্তিক সমাধান, জলবায়ু সংক্রান্ত তথ্য সরবরাহ ব্যবস্থা, আর্থিক অন্তর্ভুক্তি ও বাজারজাতকরণের কৌশল উদ্ভাবনের বাস্তবসম্মত সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

২০১৩ সালে যাত্রা শুরুর পর থেকে ফ্রুগাল ইনোভেশন ফোরাম (ফিফ) গ্লোবাল সাউথ ভিত্তিক উদ্ভাবন ও সম্ভাব্য সমাধান নিয়ে কাজ করছে। এটির আগের সম্মেলনগুলোতে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি থেকে কোভিড পরবর্তী পুনরুদ্ধার নিয়ে আলোচনা হয়।

 

ফ্রুগাল ইনোভেশন ফোরামের এক অধিবেশনে কথা বলছেন অতিথিরা।

এবারের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ২০০ জনেরও বেশি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, গবেষক ও উন্নয়নকর্মী অংশ নেন।

 

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম