শিক্ষার্থীদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন, বটতলা, ট্রান্সপোর্ট এলাকা আর প্রশাসনিক ভবনের আশপাশে ঘুরে বেড়াচ্ছেন।
জাকসু: ঘটনাবহুল দ্বিতীয় দিন, মধ্যরাতেও ভোট গণনা

- আপডেট সময় ০১:৪২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
দিনভর ‘নানা কিছুর’ পর ২১টি হল সংসদের ভোট গণনা শেষ করে মধ্যরাতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে।
শুক্রবার রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে গিয়ে দেখা যায়, ভেতরের কক্ষে পুরোদমে ভোট গণনা চলছে। আর, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বড় পর্দায় ভোট গণনার দৃশ্য দেখা যাচ্ছিল।
নির্বাচনের আমেজ ঘিরে শিক্ষার্থীদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন, বটতলা, ট্রান্সপোর্ট এলাকা আর প্রশাসনিক ভবনের আশপাশে ঘুরে বেড়াচ্ছেন।
দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৃত্যুবরণ করেন। এরপর জুমার নামাজের ও তার জানাজার জন্য ভোটগ্রহণ বন্ধ থাকে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
এরপর ফের ভোট গণনা শুরু হয়। বিকাল ৪টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান সিনেট ভবনে এসে পোলিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এরপর গুঞ্জন ওঠে যে, ভোট গণনা আপাতত স্থগিত আছে। এর পরিপ্রেক্ষিতে বিক্ষোভ দেখায়, শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’। তারা রাতের মধ্যেই ভোটের ফলাফল প্রকাশে সময়সীমা বেঁধে দেয়।
তবে, রাত ৮টার কিছু আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, হলের ভোট গণনা শেষ। এরপর শুরু হয় জাকসু নির্বাচনের ভোট গণনা; যা অব্যাহত আছে।
এর মধ্যেই বিএনপিপন্থি জাতীয়বাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেন।
বিপরীতে আবারও সংবাদ সম্মেলন ডেকে প্রতিক্রিয়া দেখায় ‘সমন্বিত শিক্ষার্থী জোট’। তারা নির্বাচন কমিশনারের পদত্যাগকে ‘ষড়যন্ত্রের অংশ হিসেবে’ আখ্যায়িত করে।
নির্বাচনের ফলাফল প্রকাশ করা নিয়েও শিক্ষার্থীদের মধ্যেও বিরক্তি দেখা যায়। শিক্ষার্থীদের অনেকেই সন্ধ্যার পর বৃষ্টিতে ভিজেই সিনেট ভবন প্রাঙ্গণে ও নিচে অবস্থান নেন।

এরপর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, “আশা করি, আজকে রাতের মধ্যেই আমরা ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণার ব্যবস্থা করতে পারব। আমরা সুনির্দিষ্ট সময় বলতে পারছি না।”
তবে, শিক্ষার্থীদের কেউ-কেউ বলছেন, যে গতিতে ভোট গণনা চলছে, তাতে করে রাতের মধ্যে ফলাফল দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে, ফল প্রকাশের জন্য আপাতত কমিশনের ‘প্রতিশ্রুতির’ দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে।
মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম