০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
“লন্ডনের প্রেসক্রিপশনে বিএনপিপন্থি কোনো কোনো শিক্ষক নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন,” বলেন সিবগাতুল্লাহ।

জাকসু নির্বাচনে অব্যবস্থাপনার অভিযোগ তুলে শিবিরের বিক্ষোভ

মইদুল হাসান - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:২৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

জাকসু নির্বাচনে অব্যবস্থাপনার অভিযোগ ও ভোট গণনায় বিলম্বের প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা ও ভোট গণনায় বিলম্বের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। সেখান থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, “আমরা মনে করেছিলাম ডাকসুর মত জাকসুতেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসন টালবাহানা শুরু করেছে।

“ছাত্রদল বহিরাগতদের নিয়ে মিছিল-সমাবেশ করেছে। ইতোমধ্যে একজন বহিরাগত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে।”

ভোট গণনার মধ্যে জাকসু নির্বাচন কমিশন সদস্যদের সরে দাঁড়ানোর প্রসঙ্গে সিবগাতুল্লাহ বলেন, “লন্ডনের প্রেসক্রিপশনে বিএনপিপন্থি কোনো কোনো শিক্ষক নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন। আমরা তাদের প্রতি ধিক্কার জানাই।”

অনতিবিলম্বে নির্বাচনের ফল ঘোষণার দাবি তুলে ধরে তিনি বলেন, “জুলাইয়ের আন্দোলনে শিক্ষকদের বিরাট ভূমিকা ছিল। আমরা আশা করব তারা জুলাইয়ের স্পিরিট ধারণ করে কাজ করবেন।”

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন।

জাকসু নির্বাচনের ভোট হয় বৃহস্পতিবার। ভোট গণনা হওয়ার কথা ছিল ওএমআর মেশিনে। কিন্তু ছাত্রদলের অভিযোগের মুখে তা হাতে গোনার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ কারণে ভোটের পরের দিন শুক্রবার রাত সাড়ে ১০টাতেও ভোট গণনা শেষ করতে পারেনি কমিশন।

কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলের পাশাপাশি চারটি প্যানেল এরই মধ্যে নির্বাচন বর্জন করেছে। সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী।

এ ছাড়া চারজন শিক্ষকও নির্বাচনি কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন।

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

“লন্ডনের প্রেসক্রিপশনে বিএনপিপন্থি কোনো কোনো শিক্ষক নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন,” বলেন সিবগাতুল্লাহ।

জাকসু নির্বাচনে অব্যবস্থাপনার অভিযোগ তুলে শিবিরের বিক্ষোভ

আপডেট সময় ০১:২৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা ও ভোট গণনায় বিলম্বের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। সেখান থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, “আমরা মনে করেছিলাম ডাকসুর মত জাকসুতেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসন টালবাহানা শুরু করেছে।

“ছাত্রদল বহিরাগতদের নিয়ে মিছিল-সমাবেশ করেছে। ইতোমধ্যে একজন বহিরাগত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে।”

ভোট গণনার মধ্যে জাকসু নির্বাচন কমিশন সদস্যদের সরে দাঁড়ানোর প্রসঙ্গে সিবগাতুল্লাহ বলেন, “লন্ডনের প্রেসক্রিপশনে বিএনপিপন্থি কোনো কোনো শিক্ষক নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন। আমরা তাদের প্রতি ধিক্কার জানাই।”

অনতিবিলম্বে নির্বাচনের ফল ঘোষণার দাবি তুলে ধরে তিনি বলেন, “জুলাইয়ের আন্দোলনে শিক্ষকদের বিরাট ভূমিকা ছিল। আমরা আশা করব তারা জুলাইয়ের স্পিরিট ধারণ করে কাজ করবেন।”

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন।

জাকসু নির্বাচনের ভোট হয় বৃহস্পতিবার। ভোট গণনা হওয়ার কথা ছিল ওএমআর মেশিনে। কিন্তু ছাত্রদলের অভিযোগের মুখে তা হাতে গোনার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ কারণে ভোটের পরের দিন শুক্রবার রাত সাড়ে ১০টাতেও ভোট গণনা শেষ করতে পারেনি কমিশন।

কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলের পাশাপাশি চারটি প্যানেল এরই মধ্যে নির্বাচন বর্জন করেছে। সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী।

এ ছাড়া চারজন শিক্ষকও নির্বাচনি কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন।

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম