০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

ফারজানা হোসাইন
  • আপডেট সময় ০৯:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন, এটির সিদ্ধান্ত হয়েছে।’

এই সফর সংক্ষিপ্ত হবে জানিয়ে তিনি বলেন, ‘ওয়াশিংটনে গেলেও কিছু কাজ হতে পারতো। কিন্তু খুব তাড়াতাড়ি তিনি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন।’

নিউ ইয়র্কে কিছু বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, ‘এখন নির্দিষ্ট করে কিছু বলতে চাই না। কারা কারা আসবেন এটি আমরা চূড়ান্ত জানি না।’

যুক্তরাষ্ট্রের কার কার সঙ্গে বৈঠক হতে পারে জানতে চাইলে তিনি বলেন, কিছু কথাবার্তা হচ্ছে। কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি। তবে স্পেসিফিক বলতে পারি না। নিউ ইয়র্কে যে ফরম্যাট সেভাবে হবে। ওয়াশিংটনে তো তিনি যাবেন না।

প্রসঙ্গত, রাষ্ট্র বা সরকারপ্রধানরা ওয়াশিংটনে গেলে হয় দ্বিপক্ষীয় বৈঠক। আর নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে হয় সাইডলাইন বৈঠক।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৯:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন, এটির সিদ্ধান্ত হয়েছে।’

এই সফর সংক্ষিপ্ত হবে জানিয়ে তিনি বলেন, ‘ওয়াশিংটনে গেলেও কিছু কাজ হতে পারতো। কিন্তু খুব তাড়াতাড়ি তিনি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন।’

নিউ ইয়র্কে কিছু বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, ‘এখন নির্দিষ্ট করে কিছু বলতে চাই না। কারা কারা আসবেন এটি আমরা চূড়ান্ত জানি না।’

যুক্তরাষ্ট্রের কার কার সঙ্গে বৈঠক হতে পারে জানতে চাইলে তিনি বলেন, কিছু কথাবার্তা হচ্ছে। কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি। তবে স্পেসিফিক বলতে পারি না। নিউ ইয়র্কে যে ফরম্যাট সেভাবে হবে। ওয়াশিংটনে তো তিনি যাবেন না।

প্রসঙ্গত, রাষ্ট্র বা সরকারপ্রধানরা ওয়াশিংটনে গেলে হয় দ্বিপক্ষীয় বৈঠক। আর নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে হয় সাইডলাইন বৈঠক।