“যাদের সাথে দীর্ঘদিন কাজ করেছি, উনাদের নিয়ে বলার কিছু নাই।"
জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি জালালীর পদত্যাগ

- আপডেট সময় ০৪:২৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসা খন্দকার দেলোয়ার হোসেন জালালী ওই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার সন্ধ্যায় এক ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, “আজ আমি জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছি। জাতীয় পার্টি ও জাতীয় পার্টি বিট এর বিষয়ে কেউ আমার আচরণে কষ্ট পেয়ে থাকলে আমি করজোড়ে ক্ষমা চাচ্ছি।”
তিনি বলেন, “সবার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন।”
এ বিষয়ে জানতে চাইলে দেলোয়ার জালালী বলেন, “আমী দীর্ঘদিন দরে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছি। হুসেইন মোহাম্মদ এরসাদের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছি, জিএম কাদের সাহেবের সাথেও একই দায়িত্ব পালন করেছি। আমি ব্যক্তিগতভাবে উনাদের সাথে কাজ করে অনেক কিছু শিখেছি।”
কেন দায়িত্ব ছাড়ছেন জানতে চাইলে তিনি বলেন, “আমি জাতীয় পার্টি ছেড়েছি, কিন্তু এর বাইরে আমি আর কিছু বলতে চাই না, যাদের সাথে দীর্ঘদিন কাজ করেছি, উনাদের নিয়ে বলার কিছু নাই।”
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, “আমি তার লেখাটা দেখেছি, কিন্তু কি কারণে সেটা চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে বলতে পারব।”
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম