১১:১০ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
তাদের মধ্যে দলের সহঅধিনায়কের দায়িত্বে রয়েছেন ইনতিশার।

জাতীয় ফুটসাল দলে আইইউবির দুই সাবেক শিক্ষার্থী

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৭:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে

 

এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাই পর্বের বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের ১৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) দুই সাবেক শিক্ষার্থী ইনতিশার মোস্তফা চৌধুরী ও ফয়েজ আহমেদ পিয়াস।

রোববার আইউবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে তিন ধাপে জাতীয় পর্যায়ে বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে ৬৩০ জনের বেশি খেলোয়াড়ের মধ্য থেকে ১৪ জনের চূড়ান্ত দল গঠন করা হয়।

ইনতিশার আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সাবেক শিক্ষার্থী, খেলেন মিডফিল্ডার হিসেবে। পিয়াস ফাইন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী, খেলেন ফরোয়ার্ড পজিশনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের বর্তমান শিক্ষার্থী মেহরাব হোসেন অপি ট্রায়ালের দ্বিতীয় ধাপ পর্যন্ত পৌঁছালেও চূড়ান্ত দলে জায়গা পাননি।

বাংলাদেশ এবারই প্রথম এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিচ্ছে। মালয়েশিয়ায় খেলা হবে ১৬ থেকে ২৪ সেপ্টেম্বর। গ্রুপ ‘জি’তে বাংলাদেশের সঙ্গী ইরান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনতিশার, পিয়াস ও অপি আইইউবি ফুটবল ক্লাবের অধীনে প্রশিক্ষণ নিয়েছেন এবং দেশি-বিদেশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

জাতীয় ফুটসাল দলে সুযোগ পাওয়ায় ইনতিশার ও পিয়াসকে অভিনন্দন জানিয়ে আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন, এ অর্জন তাদের পরিশ্রম ও খেলাটির প্রতি ভালোবাসার ফসল। একটি বিশ্ববিদ্যালয় মানে শুধু তো পড়াশোনা নয়, বরং শেখা, খেলা এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজের সেরাটা দেওয়ার একটা সুযোগ।

“আইইউবিতে আমরা চেষ্টা করি যাতে প্রতিটি শিক্ষার্থী ক্লাসরুমের বাইরেও নিজের প্রতিভা বিকাশের সব রকমের সুযোগ পায়।”

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

তাদের মধ্যে দলের সহঅধিনায়কের দায়িত্বে রয়েছেন ইনতিশার।

জাতীয় ফুটসাল দলে আইইউবির দুই সাবেক শিক্ষার্থী

আপডেট সময় ০৭:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

 

এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাই পর্বের বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের ১৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) দুই সাবেক শিক্ষার্থী ইনতিশার মোস্তফা চৌধুরী ও ফয়েজ আহমেদ পিয়াস।

রোববার আইউবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে তিন ধাপে জাতীয় পর্যায়ে বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে ৬৩০ জনের বেশি খেলোয়াড়ের মধ্য থেকে ১৪ জনের চূড়ান্ত দল গঠন করা হয়।

ইনতিশার আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সাবেক শিক্ষার্থী, খেলেন মিডফিল্ডার হিসেবে। পিয়াস ফাইন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী, খেলেন ফরোয়ার্ড পজিশনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের বর্তমান শিক্ষার্থী মেহরাব হোসেন অপি ট্রায়ালের দ্বিতীয় ধাপ পর্যন্ত পৌঁছালেও চূড়ান্ত দলে জায়গা পাননি।

বাংলাদেশ এবারই প্রথম এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিচ্ছে। মালয়েশিয়ায় খেলা হবে ১৬ থেকে ২৪ সেপ্টেম্বর। গ্রুপ ‘জি’তে বাংলাদেশের সঙ্গী ইরান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনতিশার, পিয়াস ও অপি আইইউবি ফুটবল ক্লাবের অধীনে প্রশিক্ষণ নিয়েছেন এবং দেশি-বিদেশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

জাতীয় ফুটসাল দলে সুযোগ পাওয়ায় ইনতিশার ও পিয়াসকে অভিনন্দন জানিয়ে আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন, এ অর্জন তাদের পরিশ্রম ও খেলাটির প্রতি ভালোবাসার ফসল। একটি বিশ্ববিদ্যালয় মানে শুধু তো পড়াশোনা নয়, বরং শেখা, খেলা এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজের সেরাটা দেওয়ার একটা সুযোগ।

“আইইউবিতে আমরা চেষ্টা করি যাতে প্রতিটি শিক্ষার্থী ক্লাসরুমের বাইরেও নিজের প্রতিভা বিকাশের সব রকমের সুযোগ পায়।”

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম