জামায়াত আমিরের বাসায় গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন ইইউ রাষ্ট্রদূত।
জামায়াত আমিরের বাসায় ইইউ রাষ্ট্রদূত

- আপডেট সময় ০৬:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলান।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমিরের বাসভবনে যান ইইউ রাষ্ট্রদূত।
সাক্ষাতের বিষয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইইউ রাষ্ট্রদূত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন। তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন।
তাহের বলেন, চলতি মাসে ইইউ’র একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসবে এবং জামায়াতের সঙ্গে বৈঠক হবে। সেই বিষয়টিও জামায়াত আমিরকে রাষ্ট্রদূত অবহিত করেছেন।
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ‘ডেপুটি হেড অব ডেলিগেশন’ বেইবা জেরিনা ছিলেন। সাক্ষাৎ অনুষ্ঠানে জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ছাড়াও জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম