“শামীম আহমেদের সঙ্গে থাকা জিলানী ও শুভ দল থেকে বহিষ্কৃত। তাদের বিরোধিতা ‘গুরুত্বপূর্ণ’ মনে করি না,” বলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
জামালপুরে বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে আধাবেলা হরতালের ডাক

- আপডেট সময় ০৯:৪৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে

জেলা বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে বুধবার জামালপুরে আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপির একটি অংশ।
জেলা বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে বুধবার জামালপুরে আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপির একটি অংশ।
হরতালের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় বকুলতলা চত্বর থেকে মশাল মিছিল বের হয়; শেষ হেয় দয়াময়ী চত্বরে গিয়ে।
মিছিলটি শহরের মেডিকেল রোডে পৌঁছালে কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
তাদের মিছিলের পর শহরে আরেকটি মিছিল হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের আরেকটি অংশ সম্মেলন সফল এবং হরতাল বর্জনের দাবি জানিয়ে এ মিছিল করে।
জেলা বিএনপির সদস্য শামীম আহমেদের অভিযোগ, জেলা বিএনপি একটি প্রহসনমূলক সম্মেলন করার লক্ষ্যে কাজ করছে। প্রহসনের এ সম্মেলন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা চান না। অবিলম্বে জেলা বিএনপির কমিটি ভেঙে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের দাবি জানান তিনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন, এরা বিএনপিতে দীর্ঘদিন ধরে বিরোধিতা করে আসছে। প্রথম যখন সিরাজুল হকের নেতৃত্বে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়, তখনও বিরোধিতা করেছে। ২০১৬ সালের সম্মেলনেও এরা বিরোধিতা করেছে।
“তারা সব সময় বিরোধী অবস্থানে আছে। এদের অবস্থানই বা কী দলের মধ্যে। জেলা বিএনপির সদস্য শামীম আহমেদের সঙ্গে থাকা মাহবুবুর রহমান জিলানী ও শুভ পাঠান দল থেকে বহিষ্কৃত। তাদের বিরোধিতাকে গুরুত্বপূর্ণ কিছু মনে করি না।“
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, “মিছিলের ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ ‘নিরপেক্ষ ভূমিকায়’ আছে বলে দাবি করেন সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক।
প্রায় ৯ বছর পর ২৩ অগাস্ট জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কলের মাধ্যমে যোগ দেওয়ার কথা রয়েছে।
জামালপুর প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম