গত বিশ্বকাপের পুনরাবৃত্তি হচ্ছে এবারের ইউরোতে, ফাইনালে মুখোমুখি হচ্ছে সেই দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও স্পেন।
জার্মানির রক্ষণ দেয়াল ভেঙে ফাইনালে স্পেন

- আপডেট সময় ১০:৩৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
দুর্দান্ত কৌশল, আঁটসাঁট ও জমাট রক্ষণভাগ গড়ে লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছিল জার্মানি। ১১২ মিনিট ধরে সেই ধাঁধার জট খুলতে পারছিল না স্পেন। তাদের একের পর এক আক্রমণ, সব প্রচেষ্টা মুখ থুবড়ে পড়ছিল জার্মানদের দেয়ালে। কিন্তু ১১৩ মিনিটে গিয়ে তারা খুঁজে পেল সমাধান। সেটিই স্প্যানিশদের পৌঁছে দিল ফাইনালে।
উইমেন’স ইউরোর সেমি-ফাইনালে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পা রাখল স্পেন।
১১৩তম মিনিটে দারুণ দলীয় আক্রমণ থেকে চমৎকার ফিনিশিংয়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন বার্সেলোনার তারকা আইতানা বনমাতি। অসুস্থতার কারণে এই টুর্নামেন্ট শুরুর আগে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় ছিল দল। ২৭ বছর বয়সী সেই মিডফিল্ডারই এখন দলকে ফাইনালে তোলার নায়ক।
এবারের আগে ইউরোর ১০টি সেমি-ফাইনাল খেলে ৯টিতেই জিতেছিল জার্মান মেয়েরা। এবার দ্বিতীয় পরাজয়ের স্বাদ তাদের পেতে হলো। বড় আসরে জার্মানদের বিপক্ষে স্প্যানিশ মেয়েদের জয় এটিই প্রথম।
স্পেনের জয়ে নিশ্চিত হয়ে গেল গত বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তিও। ২০২৩ বিশ্বকাপের ফাইনালের দুই দল ইংল্যান্ড ও স্পেন মুখোমুখি হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়েও। বিশ্বকাপে ইংলিশদের হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল স্প্যানিশরা।
সুইজারল্যান্ডের জুরিখে বুধবার ম্যাচের ৬৭ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখে স্পেন। গোলে শট নেয় তারা ২২টি, এর মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বারবার হতাশায় পোড়ার পর অবশেষে টাইব্রেকারের কাছাকাছি গিয়ে তারা পায় কাঙ্ক্ষিত গোলের দেখা।
ম্যাচের পর যখন আনন্দে উন্মাতাল স্প্যানিশরা প্রদক্ষিণ করছে গোটা মাঠ, জার্মান মেয়েরা তখনভেঙে পড়ছে কান্নায়।
ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া বনমাতি পরে বললেন, ভাগ্যে বিশ্বাস নেই তার, বরং ভরসা রাখেন প্রক্রিয়ায়।
“আমি দারুণ গর্বিত। এই সাফল্য আমাদের প্রাপ্য। আমি ভাগ্যে বিশ্বাস করি না, আস্থা রাখি আমার কাজ ও মানসিকতায়। যারা আমার পাশে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা, কারণ পথচলা সহজ ছিল না। এখানে ভালো সমর্থন পেয়েছি আমি, দেশেও পেয়েছি। সবসময়ের জন্য কৃতজ্ঞতা।”
আগামী রোববার বাজেলে স্পেন মাঠে নামবে প্রথম শিরোপার আশায়, বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের লক্ষ্য থাকবে ট্রফি ধরে রাখা।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম