'জুয়েল মহাকালে এক বছর' শিরোনামের স্মরণ সভা হবে শুক্রবার।
জুয়েলকে হারানোর এক বছর: গানে গল্পে ফিরবেন স্মৃতিপটে

- আপডেট সময় ১০:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে
নব্বই দশকের ‘এক বিকেলে’, ‘বেদনা শুধুই বেদনার’ মত বহু দর্শকপ্রিয় গানের গায়ক হাসান আবিদুর রেজা জুয়েল চলে গেছেন এক বছর হল।
গায়কের প্রথম প্রয়াণ দিবসকে ঘিরে ‘জুয়েল মহাকালে এক বছর’ শিরোনামের এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
জুয়েলের ভাই মহিবুর রেজা রুবেল বিনোদন ডেস্ককে বলেছেন ওই আয়োজনে জুয়েলের গানের জগতের সহকর্মী, কর্মস্থলের সহকর্মী, বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিত থাকবেন। সেখানে গানে, গল্পে, কথায় জুয়েলকে স্মরণ করা হবে। আয়োজনে বাপ্পা মজুমদারসহ সংগীতঅঙ্গনের অনেকেই থাকবেন।
আয়োজনটি হবে শুক্রবার বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬ টায়।
রুবেল বলেন, “সেখানে জুয়েলকে নিয়ে দোয়া, আলোচনা সভা, তার কার্যক্রম নিয়ে একটা ভিজুয়্যাল স্টোরি দেখানো হবে। তার গানগুলো গাওয়া হবে, সবাই তাকে নিয়ে স্মৃতিচারণ করবেন।”
২০১১ সালে মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন জুয়েল। সেই থেকে ক্যান্সারের সাথে বসবাস করছিলেন তিনি। রোগব্যাধিকে সঙ্গে নিয়ে চালিয়ে গেছেন সংগীত চর্চা।
গান গাওয়ার পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান নির্মাতাও ছিলেন এই গায়ক। যুক্ত ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজেও।
নব্বইয়ে দেশে ব্যান্ড সংগীত নিয়ে যখন তুমুল উন্মাদনা শুরু হয়, জুয়েল সংগীত জগতে পা রাখেন ঠিক সেই সময়টায়। তার প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে।
এরপর একে একে প্রকাশিত হয় ‘এক বিকেলে (১৯৯৪)’, ‘আমার আছে অন্ধকার’ (১৯৯৫), ‘একটা মানুষ’ (১৯৯৬), ‘বেশি কিছু নয়’ (১৯৯৮), ‘বেদনা শুধুই বেদনা’ (১৯৯৯), ‘ফিরতি পথে’ (২০০৩), ‘দরজা খোলা বাড়ি’ (২০০৯) এবং ‘এমন কেন হলো’ (২০১৭)।
জুয়েলের ১০টি একক অ্যালবামের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি। এটি প্রকাশের পর তার নাম হয়ে যায় ‘এক বিকেলের জুয়েল’।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম