০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫
গত বছরের জুলাইয়ে আসে ১৯১ কোটি ডলার। ওই মাসে অবশ্য সরকারবিরোধী আন্দোলন সহিংস হয়ে ওঠে; প্রবাসীদের অর্থ না পাঠানোর আহ্বানও আসে নানা মহল থেকে।

জুলাইয়ে রেমিটেন্স ২৪৭ কোটি ডলার

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০২:০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ৩০ বার পড়া হয়েছে

চলতি বছরের জুলাই মাসে ব্যাংকিং চ্যানেলে ২৪৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

রোববার বাংলাদেশ ব্যাংক রেমিটেন্সের যে হিসাব দিয়েছে, তাতে বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৯ দশমিক ৩১ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৯১ কোটি ডলার।

ওই মাসের মাঝামাঝি সময়ে এসে অবশ্য জুলাই আন্দোলন সহিংস হয়ে ওঠে। প্রবাসীদের দেশে অর্থ না পাঠানোর আহ্বানও আসে নানা মহল থেকে। সব মিলিয়ে রেমিটেন্স প্রবাহ কমে যায়।

সরকারের পতন ঘটলে পরের মাস থেকেই রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকে। অগাস্টে আসে ২২২ কোটি ডলার। এরপর থেকে টানা ১২ মাস ২০০ কোটি ডলারের বেশি রেমিটেন্স এল।

প্রবাসী আয় বাড়ার কারণ হিসেবে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলছেন, “হুন্ডি ব্যবসা আগের চেয়ে কমেছে, তাই ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বেড়েছে।

“সরকার পরিবর্তনের পর থেকে মাসে ২০০ কোটির বেশি রেমিটেন্স আসছে। তাতে বোঝা যায়, হুন্ডি ব্যবসায়ীদের অনেকেই আগের সরকারের ঘনিষ্ঠ ছিলেন। সরকার পরিবর্তনের পর অনেকেই জেলে রয়েছেন; কেউ কেউ পলাতক।”

তিনি বলেন, “এমন তো নয় যে প্রবাসীদের আয় আগের চেয়ে বেড়েছে কিংবা অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। কর্মসংস্থানও বাড়েনি। অর্থাৎ, রেমিটেন্স বাড়ার প্রধান কারণ হুন্ডি পথে রেমিটেন্সের আদান-প্রদান কমে যাওয়া।”

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন, “আবারও সময়মতো বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনা হবে। ৫০ কোটি ডলারের মতো ইতোমধ্যে কেনা হয়েছে। তাতে ব্যাংকগুলোতে ৬০ হাজার কোটি টাকা চলে গেছে। এ কারণে বাজারে তারল্যও বাড়ছে।”

 

 

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

গত বছরের জুলাইয়ে আসে ১৯১ কোটি ডলার। ওই মাসে অবশ্য সরকারবিরোধী আন্দোলন সহিংস হয়ে ওঠে; প্রবাসীদের অর্থ না পাঠানোর আহ্বানও আসে নানা মহল থেকে।

জুলাইয়ে রেমিটেন্স ২৪৭ কোটি ডলার

আপডেট সময় ০২:০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

চলতি বছরের জুলাই মাসে ব্যাংকিং চ্যানেলে ২৪৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

রোববার বাংলাদেশ ব্যাংক রেমিটেন্সের যে হিসাব দিয়েছে, তাতে বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৯ দশমিক ৩১ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৯১ কোটি ডলার।

ওই মাসের মাঝামাঝি সময়ে এসে অবশ্য জুলাই আন্দোলন সহিংস হয়ে ওঠে। প্রবাসীদের দেশে অর্থ না পাঠানোর আহ্বানও আসে নানা মহল থেকে। সব মিলিয়ে রেমিটেন্স প্রবাহ কমে যায়।

সরকারের পতন ঘটলে পরের মাস থেকেই রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকে। অগাস্টে আসে ২২২ কোটি ডলার। এরপর থেকে টানা ১২ মাস ২০০ কোটি ডলারের বেশি রেমিটেন্স এল।

প্রবাসী আয় বাড়ার কারণ হিসেবে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলছেন, “হুন্ডি ব্যবসা আগের চেয়ে কমেছে, তাই ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বেড়েছে।

“সরকার পরিবর্তনের পর থেকে মাসে ২০০ কোটির বেশি রেমিটেন্স আসছে। তাতে বোঝা যায়, হুন্ডি ব্যবসায়ীদের অনেকেই আগের সরকারের ঘনিষ্ঠ ছিলেন। সরকার পরিবর্তনের পর অনেকেই জেলে রয়েছেন; কেউ কেউ পলাতক।”

তিনি বলেন, “এমন তো নয় যে প্রবাসীদের আয় আগের চেয়ে বেড়েছে কিংবা অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। কর্মসংস্থানও বাড়েনি। অর্থাৎ, রেমিটেন্স বাড়ার প্রধান কারণ হুন্ডি পথে রেমিটেন্সের আদান-প্রদান কমে যাওয়া।”

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন, “আবারও সময়মতো বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনা হবে। ৫০ কোটি ডলারের মতো ইতোমধ্যে কেনা হয়েছে। তাতে ব্যাংকগুলোতে ৬০ হাজার কোটি টাকা চলে গেছে। এ কারণে বাজারে তারল্যও বাড়ছে।”

 

 

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম