তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম জি.এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।
জুলাই আন্দোলনের ভিডিওতে অস্ত্র হাতে সেলিম, ফের ৩ দিনের রিমান্ডে

- আপডেট সময় ০১:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলন ঘিরে ঢাকার আজিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় হাজী সেলিমের জ্যেষ্ঠ পুত্র ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিমকে ফের তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম জি.এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী জোনাল টিমের পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেন গত ৩১ জুলাই সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করেছিলেন।
সকালে রিমান্ড শুনানিতে সেলিমকে আদালতে তোলা হয়।
তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন আদালতকে বলেছেন, গত ২৮ জুলাই একটি টেলিভিশনের পর্দায় ‘কোটা আন্দোলন নিয়ে যা ঘটেছিল রাজধানীর আজিমপুরে’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রচার হয়।
“ওই ভিডিওর ১ মিনিট ৫৫ সেকেন্ড এবং ৩ মিনিট ২ সেকেন্ডের সময় আসামিকে সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে দেখা যায়। পুলিশের সাথে অবস্থান নিয়ে তিনি হামলায় অংশ নিয়েছিলেন। হত্যাকাণ্ডে কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেই অস্ত্র উদ্ধার, কারা কারা ঘটনার সাথে জড়িত তা জিজ্ঞাসাবাদের জন্য সোলায়মান সেলিমের পুনরায় সাত দিনের রিমান্ড প্রার্থনা করছি।”
রাষ্ট্রপক্ষে শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
শুনানিতে তিনি বলেন, “সোলায়মান সেলিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এরকম একটা ভিডিও পাওয়া গেছে। যেটা অরিজিনাল ভিডিও। অস্ত্র হাতে তাকে গুলি করতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত থেকে সঙ্গীদের নির্দেশনা দিচ্ছিলেন তিনি। গুরুত্বপূর্ণ আসামি সোলায়মান সেলিম। আন্দোলনকারীদের ওপর হামলা করার কমান্ডে ছিলেন তিনি। তার সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করছি।’
সেলিমের পক্ষে তার আইনজীবী এ কে এম শাহনেওয়াজ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
তিনি বলেন, “হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি সরাসরি অস্বীকার করছি। তিনি কোনোভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত নন। ইতিপূর্বে তাকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কোনো কিছু পাইনি। প্রয়োজনে তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করা হোক। তার রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করছি।’
শুনানি শেষে আদালত সেলিমকে তিনদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
শুনানির জন্য এজলাসে তোলা হলে সোলায়মান সেলিম তার আইনজীবীর কাছে জানতে চান, ‘রিমান্ড চাইবে’?
আইনজীবী বলেন, ‘হ্যাঁ’।
সেলিম বলেন, ‘আবারও রিমান্ড আবেদন।’ তখন তিনি আইনজীবীকে জোরালোভাবে শুনানি করতে বলেন।
শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার অভিযোগে বলা থেকে, গত বছর ১৮ জুলাই আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়। সেলিমও এই মামলার আসামি।
গত বছরের ২৭ নভেম্বর এ মামলায় সেলিমকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়।
খালিদ হত্যা মামলার ভিডিওতেই সেলিমের উপস্থিতি দেখা গেছে।
নতুন মামলায় গ্রেপ্তার কামাল মজুমদার ও তুহিন
জুলাই আন্দোলনকেন্দ্রিক মামলায় ঢাকার মিরপুর থানার হত্যা মামলায় এবং অস্ত্র মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
এছাড়া সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে দুই হত্যা এবং একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার মহানগর হাকিম জি.এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।
আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় তুতুহিন সাংবাদিকদের বলেন, “আমরা আওয়ামী লীগ করছি। অন্যান্য দল যেভাবে রাজনীতি করে, আমরাও করেছি। রাজনীতি করা অপরাধ না।রাজনীতি করার কারণে অনেকের বিয়ে হচ্ছে না। অনেকে ঘরছাড়া, সন্তান ছাড়া। আমিও আমার ১২ বছরের সন্তান ছাড়া। অনেকে ৯/১০ মাস ধরে জেলে আছে।”
মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম