আশেপাশের সড়কে সৃষ্টি হয়েছে যানজট।
জুলাই সনদের দাবিতে শাহবাগে অবরোধ

- আপডেট সময় ১২:৪১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
জুলাই সনদের দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন গণঅভ্যুত্থানে আহতরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর।
তিনি বলেন, “গণঅভ্যুত্থানে আহতসহ অন্তত ৪ শতাধিক মানুষ শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এর ফলে শাহবাগ মোড় হয়ে চারপাশেই যান চলাচল বন্ধ হয়ে, আশেপাশের সড়কে যানজট সৃষ্টি হয়েছে।”
এমন পরিস্থিতিতে শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য দায়িত্ব পালন করছে বলে জানান ওসি খালিদ।
সংস্কার নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠায় ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপের শেষ দিকে এসে জুলাই সনদ নিয়েও মতবিরোধ দেখা দিয়েছে।
কোন প্রক্রিয়ায় বা কীসের ভিত্তিতে সনদ বাস্তবায়ন হবে তা নিয়ে নানা মত দিচ্ছে রাজনৈতিক দলগুলো।
জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ সমমনা দলগুলো। আর অন্যদিকে বিএনপি বলছে, জুলাই সনদ বাস্তবায়নের জায়গা হবে আগামী জাতীয় সংসদ।
এমন পরিস্থিতিতে জুলাই সনদ চেয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’।