০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫
বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

‘জুলাই স্মরণে’ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে নানা কর্মসূচি

মইদুল হাসান - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০২:১৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ২৯ বার পড়া হয়েছে

 

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র ও পুস্তক প্রদর্শনী আয়োজন করা হয়েছে ক্যাম্পাসে।

সিআইইউর ‘স্কুল অব ল’ জুলাই স্মরণে আয়োজন করে ‘জুলাই অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ বিতর্ক প্রতিযোগিতা। আইন অনুষদের সহকারী ডিন, ফ্যাকাল্টি অ্যাডভাইজর ও শিক্ষক-শিক্ষার্থীরা সেখানে অংশ নেন।

বিতর্ক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যথাক্রমে সারাওয়াত মুনীর সাকিফা, সোহেল সাদমান এবং রামিসা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। তাদের হাতে পুরস্কার তুলে দেন আইন অনুষদের সহকারী ডিন নাজনীন আকতার এবং ফ্যাকাল্টি অ্যাডভাইজর সিফাত শারমিন।

‘স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’ ‘জুলাই স্মরণসভা’ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। বিভাগের সহকারী ডিন শারমিন রড্রিগজ, ইংরেজি বিভাগের প্রধান লীমা সেন গুপ্ত উপস্থিত ছিলেন অনুষ্‌ঠানে। সেখানে আলোচনার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের স্থিরচিত্র প্রদর্শন করা হয়।

‘লাইব্রেরি অ্যান্ড লার্নিং রিসোর্সেস সেন্টার’ জুলাই স্মরণে পুস্তক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র ‘জুলাই অনির্বাণ’ প্রদর্শন করে।

‘স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের’ উদ্যোগে ‘জুলাই আন্দোলন ও গণ-অভ্যুত্থান স্মৃতিচারণ’ আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র ‘জুলাই বিষাদসিন্ধু’ প্রদর্শন করে।

ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী ইমন হোড়ের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া মেহেদী হাসান সূজন ও আবদুল্লাহ আল শাহেদ। তারা গণঅভ্যুত্থানের ঘটনাবলীর স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

‘জুলাই স্মরণে’ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে নানা কর্মসূচি

আপডেট সময় ০২:১৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

 

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র ও পুস্তক প্রদর্শনী আয়োজন করা হয়েছে ক্যাম্পাসে।

সিআইইউর ‘স্কুল অব ল’ জুলাই স্মরণে আয়োজন করে ‘জুলাই অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ বিতর্ক প্রতিযোগিতা। আইন অনুষদের সহকারী ডিন, ফ্যাকাল্টি অ্যাডভাইজর ও শিক্ষক-শিক্ষার্থীরা সেখানে অংশ নেন।

বিতর্ক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যথাক্রমে সারাওয়াত মুনীর সাকিফা, সোহেল সাদমান এবং রামিসা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। তাদের হাতে পুরস্কার তুলে দেন আইন অনুষদের সহকারী ডিন নাজনীন আকতার এবং ফ্যাকাল্টি অ্যাডভাইজর সিফাত শারমিন।

‘স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’ ‘জুলাই স্মরণসভা’ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। বিভাগের সহকারী ডিন শারমিন রড্রিগজ, ইংরেজি বিভাগের প্রধান লীমা সেন গুপ্ত উপস্থিত ছিলেন অনুষ্‌ঠানে। সেখানে আলোচনার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের স্থিরচিত্র প্রদর্শন করা হয়।

‘লাইব্রেরি অ্যান্ড লার্নিং রিসোর্সেস সেন্টার’ জুলাই স্মরণে পুস্তক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র ‘জুলাই অনির্বাণ’ প্রদর্শন করে।

‘স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের’ উদ্যোগে ‘জুলাই আন্দোলন ও গণ-অভ্যুত্থান স্মৃতিচারণ’ আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র ‘জুলাই বিষাদসিন্ধু’ প্রদর্শন করে।

ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী ইমন হোড়ের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া মেহেদী হাসান সূজন ও আবদুল্লাহ আল শাহেদ। তারা গণঅভ্যুত্থানের ঘটনাবলীর স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম