বার্সেলোনার জার্সিতে প্রথমবার জালের দেখা পাওয়ার ম্যাচে দুর্দান্ত দুটি গোল করলেন ইংলিশ তারকা।
জোড়া গোলে র্যাশফোর্ডের স্মরণীয় রাত, বার্সেলোনার দারুণ জয়

- আপডেট সময় ০৮:০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
ইংল্যান্ডে ফেরার উপলক্ষটা স্মরণীয় করে রাখলেন মার্কাস র্যাশফোর্ড। বার্সেলোনার জার্সিতে প্রথমবার জালের দেখা পাওয়ার ম্যাচে দুর্দান্ত দুটি গোল করলেন ইংলিশ তারকা। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল হান্সি ফ্লিকের দল।
সেন্ট জেমস পার্কে বৃহস্পতিবার রাতে ২-১ গোলে জিতেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
নিজের দুটি গোলই দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের মধ্যে করেন র্যাশফোর্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান কমান অ্যান্টোনি গর্ডন।
চোটে বাইরে থাকা লামিনে ইয়ামালকে ছাড়া টানা দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে প্রায় ৬৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। স্বাগতিকদের ১০ শটের ছয়টি লক্ষ্যে ছিল।
আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে ম্যাচের শুরু থেকে। প্রথম সুযোগ নিউক্যাসল পায় নবম মিনিটে। হার্ভে বার্নসের শট ঠেকিয়ে দেন হোয়ান গার্সিয়া। ২৪তম মিনিটে বার্নসের আরেকটি শট দারুণ নৈপুণ্যে রুখে দেন বার্সেলোনার এই স্প্যানিশ গোলরক্ষক।
প্রথমার্ধে গোলের জন্য নিউক্যাসলের তিন শটের ওই দুটি ছিল লক্ষ্যে। এই সময়ে বার্সেলোনার ৯ শটের কেবল একটি লক্ষ্যে ছিল। অষ্টাদশ মিনিটে রবের্ত লেভানদোভস্কির হেড ঠেকান গোলরক্ষক নিক পোপ। এছাড়া কয়েকটি হাফ-চান্স পেলেও কাজে লাগাতে পারেনি সফরকারীরা।
লক্ষ্যে নিজেদের দ্বিতীয় প্রচেষ্টায় ৫৮তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। জুল কুন্দের ক্রসে বক্সে চমৎকার হেডে বল জালে পাঠান র্যাশফোর্ড।
বার্সেলোনার জার্সিতে নিজের প্রথম গোল এই ইংলিশ ফরোয়ার্ড করলেন নিজ দেশের মাটিতে। গ্যালারিতে বসে তার গোল দেখলেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ টমাস টুখেল।
৬৭তম মিনিটে দর্শনীয় গোলে ব্যবধান বাড়ান গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় যোগ দেওয়া র্যাশফোর্ড। প্রতিপক্ষের পা থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা বানিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ে জোরাল শট নেন ২৭ বছর বয়সী তারকা, বল দূরের পোস্টের ক্রসবারে লেগে জালে জড়ায়।
৭৪তম মিনিটে আরেকটি সেভ করেন গার্সিয়া। বক্সের বাইরে থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেসের শট ঠেকান তিনি।
৯০তম মিনিটে ব্যবধান কমিয়ে নাটকীয় কিছুর আভাস দেন গর্ডন। ডান দিক থেকে জ্যাকব মার্ফির পাস বক্সে পেয়ে জালে পাঠান তিনি।
সাত মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন বার্সেলোনার দানি ওলমো। বক্সের বাইরে থেকে তার নিচু শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম