তবে সিরিজটি কবে মুক্তি পাবে সেই ঘোষণা এখনো দেয়নি প্ল্যাটফর্মটি।
‘জ্যাজ সিটি’ সিরিজের এই তরুণ কে?

- আপডেট সময় ১২:৫৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
কলকাতার নির্মাতা সৌমিক সেনের ‘জ্যাজ সিটি’ সিরিজের যে প্রোমো প্রকাশ্যে এসেছে, তাতে অভিনেতা আরিফিন শুভর লুক নিয়ে তৈরি হয়েছে আলোচনা।
এই সিরিজটি এখন মুক্তির প্রস্তুতিতে রয়েছে। ওটিটি ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে দেখা যাবে ওয়েব সিরিজটি।
প্রোমোতে শুভর লুকের প্রশংসা এসেছে।
সোশাল মিডিয়ায় নিশাত তাসনিম মাইশা নামের একজন লিখেছেন, “আরিফিন শুভকে প্রথম ঝলকেই দারুণ স্টাইলিশ লাগছে সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে। সিরিজটি দেখার অপেক্ষায়।”
নির্মাতা সঞ্জয় সম্মাদার লিখেছেন, “আরিফিন শুভ ভাই! পৃথিবীর প্রতিটি কোণে লুকিয়ে আছে অজানা প্রতিভা।”
সিরিজটি কবে মুক্তি পাবে সেই ঘোষণা এখনো দেয়নি সনি লিভ।

‘জ্যাজ সিটি’ সিরিজে আরিফিন শুভ।
একাত্তরের মুক্তিযুদ্ধের গল্প আশ্রয় করে সিরিজটি বানাচ্ছেন বলে আগে জানিয়েছিলেন সৌমিক সেন।
সিরিজ নিয়ে এর আগে আনন্দবাজারে সৌমিক বলেছিলেন, সিরিজের গল্পে পুরনো কলকাতা শহরের আবহ তুলে ধরতে একটি ‘জ্যাজ ক্লাব’ দেখানো হবে। এছাড়া ইংরেজিসহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজে, শোনা যাবে মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠও।
সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে। এছাড়াও রয়েছেন, কলকাতার ও এবং হিন্দি সিনেমার একাধিক অভিনেতা।
সিরিজটির খবর জানতে শুভকে ফোন করা হলেও তার সাড়া মেলেনি।
সৌমিক এর আগে ‘জুবিলি’ সিরিজ বানিয়ে পরিচিতি পান।
আর শুভ অনেক আগেই কলকাতার সিনেমা-সিরিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন।
কলকাতার পরিচালক-অভিনেতা অরিন্দম শীলের ওয়েব সিনেমা ‘১৯ এপ্রিল’ এ কাজ করেছেন শুভ। এছাড়া ওরাহুল মুখার্জির সিরিজ ‘লহু’তেও দেখা যাবে তাকে।
গেল কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শুভ এবং মন্দিরা চক্রবর্তী অভিনীত ‘নীল চক্র’ সিনেমাটি। ঈদের সময় সিনেমাটি শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল। সিনেমাটি এখন দেশের কিছু কিছু একক প্রেক্ষাগৃহে চলছে।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম