০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম
টিকটকে অ্যাকাউন্ট খুলেছে আ.লীগ
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৮:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ২২৩ বার পড়া হয়েছে
টিকটকে অ্যাকাউন্ট খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই অ্যাকাউন্ট অনুসরণের জন্য ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয় অ্যাকাউন্ট ফলো করার এবং বন্ধুদের ইনভাইটেশন দেওয়ার জন্য।
শুক্রবার (২ জুন) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয় দলের পক্ষ থেকে। ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্ট ফলো করুন।
একই সঙ্গে বন্ধুদের ইনভাইটেশন দিন। ফেসবুক পোস্টটিতে আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টের লিংক (https://www.tiktok.com/@albdofficial) যুক্ত করা হয়েছে। এ ছাড়া কিউআর কোডও দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আওয়ামী লীগের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টটিতে ঢুকে দেখা যায় ১ হাজার ৫৩৯ জন অনুসরণ (ফলোয়ার) করছেন। সেখানে ১ হাজার ২২২টি ‘লাইক’ পড়েছে। এ পর্যন্ত অ্যাকাউন্টটিতে পাঁচটি ভিডিও আপলোড করা হয়েছে।
ট্যাগস











