প্রায় এক বছর আগে জাকারবার্গকে যখন কারাগারে পাঠানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প তখন কেউ ভাবেননি এক বছর পর তাদের সম্পর্কের সমীকরণ এভাবে বদলে যাবে।
ট্রাম্পের প্রশ্নের জবাবে ‘আন্দাজে’ উত্তর দিয়েছিলেন জাকারবার্গ

- আপডেট সময় ০৭:০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে ঠিক কতটা খরচের প্রতিশ্রুতি দেওয়া উচিত সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আন্দাজে উত্তর দিয়েছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ। তাদের এ আলাপচারিতার মুহূর্তটি ধরা পড়েছে গোপন হট মাইকে।
সম্প্রতি হোয়াইট হাউসে নতুনভাবে সাজানো রোজ গার্ডেনের এক উদ্বোধনী অনুষ্ঠানের নৈশভোজে পাশাপাশি বসে খাবার খেয়েছেন জাকারবার্গ ও প্রেসিডেন্ট ট্রাম্প। ওই নৈশভোজে উপস্থিত প্রায় দুই ডজন সিইও ও উচ্চপদস্থ নির্বাহী ডনাল্ড ট্রাম্পকে প্রশংসা ও ধন্যবাদ জানান। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে মার্ক জাকারবার্গের মন্তব্য।
ট্রাম্প জাকারবার্গের দিকে ঘুরে জিজ্ঞেস করেন, “তুমি কি আমাদের বলবে, আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রে ঠিক কত খরচ করছ?”
জবাবে জাকারবার্গ বলেছেন, “ও খোদা! কিছু একটা হবে, আমি জানি না ঠিকভাবে। তবে ২০২৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ৬০ হাজার কোটি ডলার খরচ করবো আমরা।”
ট্রাম্প এতে সন্তুষ্ট হয়ে বলেছেন, “অনেক অর্থ! তোমাকে ধন্যবাদ, মার্ক। তোমাকে পাশে পাওয়া দারুণ বিষয়।”
তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশ ছিল এর পরপরই গোপন হট মাইকে ধরা পড়া তাদের আলাপচারিতার এক মুহূর্ত, যেটি অনেক কিছুই প্রকাশ করেছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
কারণ ওই সময় ট্রাম্পের দিকে ফিরে ক্ষমা চেয়ে জাকারবার্গ বলেছেন, “সরি, আমি প্রস্তুত ছিলাম না… আমি নিশ্চিত ছিলাম না যে আপনি আসলে ঠিক কোন সংখ্যাটি শুনতে চাইছিলেন বা আমি কোনটা বলাতে আপনি খুশি হতেন।”
জাকারবার্গের এমন এ মন্তব্য থেকে অনেকেই ধারণা করছেন, তার প্রতিশ্রুত এ এআই খাতে বিনিয়োগের অংকটি ছিল হয়ত পূর্বনির্ধারিত বা রাজনৈতিকভাবে প্রভাবিত। আর জাকারবার্গ ঠিক বুঝতে পারেননি, কী পরিমাণ বলা ট্রাম্পের পছন্দসই হবে।
পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস-এ এক পোস্টে হট মাইকে ধরা মুহূর্তটি নিয়ে জাকারবার্গ বলেছেন, “এমনও সম্ভব যে, যুক্তরাষ্ট্রে এআই খাতে আমরা এর চেয়েও বেশি বিনিয়োগ করব।”
জাকারবার্গ আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে ২০২৮ সাল পর্যন্ত এবং ‘এই দশকের শেষ পর্যন্ত’ কোম্পানিটির সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন তিনি।
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম