০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
চীন ও ভারতকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় আলোচনা শিগগিরই শুরুরও আশা করছে মস্কো।

ট্রাম্পের শুল্ক সত্ত্বেও ভারত তেল কেনা অব্যাহত রাখবে, প্রত্যাশা রাশিয়ার

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৫:৫৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ৪ বার পড়া হয়েছে

সংবাদ ব্রিফিংয়ে ভারতে রুশ দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন। ছবি: রয়টার্স

 

যুক্তরাষ্ট্র সাবধান করা সত্ত্বেও ভারতকে তেল সরবরাহ অব্যাহত রাখা যাবে বলে প্রত্যাশা করছেন নয়া দিল্লিতে নিযুক্ত রুশ দূতাবাসের কর্মকর্তারা।

চীন ও ভারতের সঙ্গে ত্রিদেশীয় আলোচনা শিগগিরই শুরু করা যাবে বলেও মস্কো আশা করছে, বলেছেন তারা।

ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি নয়া দিল্লির পণ্যে শাস্তিস্বরূপ অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন; যেখানে ইউক্রেইনের যুদ্ধের আগে ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ছিল মোটদাগে মাত্র শূন্য দশমিক ২ শতাংশ মাত্র। বাড়তি এই শুল্ক আগামী সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা।

“রাজনৈতিক পরিস্থিতির পরও ভারত আগের সমপরিমাণ তেল কেনা অব্যাহত রাখবে বলে আমরা ধারণা করছি,” বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে ভারতে রুশ দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিজেদের ‘জাতীয় স্বার্থেই’ ভারত ও রাশিয়া ট্রাম্পের সাম্প্রতিক শুল্কের বাধা এড়ানোর পথ খুঁজে বের করবে বলেও আশা তার।

এদিকে আলাদাভাবে রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মানতুরভ বলেছেন, মস্কো ভারতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাবনা দেখছে।

“আমরা অপরিশোধিত তেল ও তেলপণ্য, তাপ ও কোকিং কয়লাসহ জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছি। আমরা রাশিয়ার এলএনজি রপ্তানিরও সম্ভাবনা দেখছি,” মানতুরভ এমনটা বলেছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

রাশিয়া ভারতের সঙ্গে পারমাণবিক শক্তি খাতে সহযোগিতার মাত্রাও বাড়াচ্ছে, বলেছেন তিনি।

রুশ তেল কেনার পাশাপাশি ভারতের কৃষি ও দুগ্ধ খাত মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া নিয়ে বিরোধে নয়া দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে গেছে। যে কারণে যুক্তরাষ্ট্রে ঢোকা ভারতীয় পণ্যকে শিগগিরই মোট ৫০ শতাংশ শুল্ক গুণতে হবে।

রুশ কর্মকর্তাদের এসব মন্তব্যের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

নয়া দিল্লি এর আগে বলেছিল, রাশিয়ার তেল কেনায় কেবল তাদেরই সাজা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে, তা ‘খুবই দুঃখজনক’।

বুধবার রাশিয়ার বাণিজ্য বিষয়ক উপ-কমিশনার এভগেনি গ্রিভা বলেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা ভারতের জন্য ‘খুবই লাভজনক’, যে কারণে তারা সরবরাহকারী বদলাবে না বলেই তার বিশ্বাস।

মস্কো ভারতীয় ক্রেতাদের গড়ে ৫%-৭% ছাড় দিয়ে আসছে জানিয়ে গ্রিভা বলেন, ভারতে তেল সরবরাহ অব্যাহত রাখতে রাশিয়ার হাতে ‘খুবই বিশেষ ব্যবস্থা’ রয়েছে।

রাশিয়া এখন ভারতীয় মুদ্রা রুপিতে পেমেন্ট নেওয়া শুরু করেছে বলেও তিনি জানিয়েছেন।

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

চীন ও ভারতকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় আলোচনা শিগগিরই শুরুরও আশা করছে মস্কো।

ট্রাম্পের শুল্ক সত্ত্বেও ভারত তেল কেনা অব্যাহত রাখবে, প্রত্যাশা রাশিয়ার

আপডেট সময় ০৫:৫৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

 

যুক্তরাষ্ট্র সাবধান করা সত্ত্বেও ভারতকে তেল সরবরাহ অব্যাহত রাখা যাবে বলে প্রত্যাশা করছেন নয়া দিল্লিতে নিযুক্ত রুশ দূতাবাসের কর্মকর্তারা।

চীন ও ভারতের সঙ্গে ত্রিদেশীয় আলোচনা শিগগিরই শুরু করা যাবে বলেও মস্কো আশা করছে, বলেছেন তারা।

ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি নয়া দিল্লির পণ্যে শাস্তিস্বরূপ অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন; যেখানে ইউক্রেইনের যুদ্ধের আগে ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ছিল মোটদাগে মাত্র শূন্য দশমিক ২ শতাংশ মাত্র। বাড়তি এই শুল্ক আগামী সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা।

“রাজনৈতিক পরিস্থিতির পরও ভারত আগের সমপরিমাণ তেল কেনা অব্যাহত রাখবে বলে আমরা ধারণা করছি,” বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে ভারতে রুশ দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিজেদের ‘জাতীয় স্বার্থেই’ ভারত ও রাশিয়া ট্রাম্পের সাম্প্রতিক শুল্কের বাধা এড়ানোর পথ খুঁজে বের করবে বলেও আশা তার।

এদিকে আলাদাভাবে রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মানতুরভ বলেছেন, মস্কো ভারতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাবনা দেখছে।

“আমরা অপরিশোধিত তেল ও তেলপণ্য, তাপ ও কোকিং কয়লাসহ জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছি। আমরা রাশিয়ার এলএনজি রপ্তানিরও সম্ভাবনা দেখছি,” মানতুরভ এমনটা বলেছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

রাশিয়া ভারতের সঙ্গে পারমাণবিক শক্তি খাতে সহযোগিতার মাত্রাও বাড়াচ্ছে, বলেছেন তিনি।

রুশ তেল কেনার পাশাপাশি ভারতের কৃষি ও দুগ্ধ খাত মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া নিয়ে বিরোধে নয়া দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে গেছে। যে কারণে যুক্তরাষ্ট্রে ঢোকা ভারতীয় পণ্যকে শিগগিরই মোট ৫০ শতাংশ শুল্ক গুণতে হবে।

রুশ কর্মকর্তাদের এসব মন্তব্যের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

নয়া দিল্লি এর আগে বলেছিল, রাশিয়ার তেল কেনায় কেবল তাদেরই সাজা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে, তা ‘খুবই দুঃখজনক’।

বুধবার রাশিয়ার বাণিজ্য বিষয়ক উপ-কমিশনার এভগেনি গ্রিভা বলেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা ভারতের জন্য ‘খুবই লাভজনক’, যে কারণে তারা সরবরাহকারী বদলাবে না বলেই তার বিশ্বাস।

মস্কো ভারতীয় ক্রেতাদের গড়ে ৫%-৭% ছাড় দিয়ে আসছে জানিয়ে গ্রিভা বলেন, ভারতে তেল সরবরাহ অব্যাহত রাখতে রাশিয়ার হাতে ‘খুবই বিশেষ ব্যবস্থা’ রয়েছে।

রাশিয়া এখন ভারতীয় মুদ্রা রুপিতে পেমেন্ট নেওয়া শুরু করেছে বলেও তিনি জানিয়েছেন।

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম