রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী শুক্রবারের বৈঠকের আগে জার্মানিতে আয়োজিত এই অনলাইন বৈঠক সেরে নিচ্ছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।
ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে অনলাইন বৈঠক করতে জার্মানিতে জেলেনস্কি

- আপডেট সময় ০৬:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী শুক্রবার বৈঠক হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের।
তার আগে দিয়ে ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে জার্মানিতে আয়োজিত অনলাইন বৈঠক সেরে নিতে চলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার এ লক্ষ্যে জার্মানির রাজধানী বার্লিনে গেছেন তিনি। সেখানে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্ৎসের সঙ্গেও দ্বিপাক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে জেলেনস্কির।
ইউক্রেইনে যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার ওপর ধারাবাহিকভাবে চাপ দিয়ে আসছেন ট্রাম্প। শুক্রবার ট্রাম্প-পুতিন বৈঠকে মূলত যুদ্ধ থামানো নিয়েই আলোচনা হওয়ার কথা।
তার আগে বুধবার জেলেনস্কির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন ট্রাম্প। এতে যোগ দেবেন ইউরোপীয় নেতারাও।
অনলাইন কলে ভিডিও কনফারেন্সে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ অন্যান্য ইউরোপীয় নেতারা ইউক্রেইনকে ছাড়া কোনও সিদ্ধান্ত যাতে নেওয়া না হয় সেকথারই পুনরাবৃত্তি করবেন বলে মনে করা হচ্ছে।
ট্রাম্পের সঙ্গে ভার্চুয়াল এই বৈঠকে যুদ্ধবিরতির ক্ষেত্রে ইউক্রেইনের স্বার্থ সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরতে পারেন জেলেনস্কি এবং তার ইউরোপীয় মিত্রদেশগুলোর নেতারা।
এই দেশগুলোর মধ্যে আছে- জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, পোল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো।
বৈঠকে পশ্চিমা সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রুত্তেও অংশ নেবেন। ওদিকে, ট্রাম্পের সঙ্গে কলে অংশ নেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বলেছিলেন, যুদ্ধ থামানোর জন্য মস্কো এবং কিইভ— উভয়কেই ভূমি ছাড়তে হবে। রুশ সেনা ইতোমধ্যে ইউক্রেইনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে নিয়েছে।
এ পরিস্থিতিতে জেলেনস্কিকে ছাড়া ট্রাম্প-পুতিন বৈঠক ইউক্রেইনের বিপক্ষে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশও সেই আশঙ্কাই করছে।
পূর্ব ইউরোপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “সেরকমটি যাতে না হয় সেদিকেই আমরা মনোনিবেশ করছি। যুক্তরাষ্ট্রের পার্টনারদের সঙ্গে আলোচনা এবং ইউরোপের দিকেও সমন্বয় ও একতাবদ্ধ থেকে সেটি করা হবে। শুক্রবার পর্যন্ত হাতে অনেকটাই সময় আছে।”
হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলাইন লেভিট মঙ্গলবার বলেছিলেন, পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প কেবলই শুনে যাবেন। তবে এর আগে সোমবার ট্রাম্প বলেছিলেন, “আমি পুতিনের সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি। তাকে যুদ্ধ শেষ করতে বলব।”
ট্রাম্প আরও বলেছিলেন, “বৈঠকের আলোচনার প্রথম দু’ মিনিটের মধ্যেই বুঝতে পারব, কোনও চুক্তি সম্ভব হবে কি না।”
ট্রাম্প ইউক্রেইন যুদ্ধ বন্ধে গঠনমূলক আলোচনার প্রতিশ্রুতি দিলেও জেলেনস্কি বলছেন, যুদ্ধবিরতিতে আদৌ রাজি নয় রাশিয়া। আবার নতুন করে ইউক্রেইনে হামলার ছক কষছেন পুতিন।
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম