০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
ভোটার তালিকা থেকে ছবি সরাতে রোববার একটি রিট আবেদনও হয়। বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী এ রিট আবেদন করেন।

ডাকসু: ওয়েবসাইট থেকে সাময়িক সরল ভোটার তালিকা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:৩১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ২৪ বার পড়া হয়েছে

কিছু শিক্ষার্থীর দাবির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটার তালিকা ওয়েবসাইট থেকে সাময়িক সময়ের জন্য সরানোর কথা বলেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন।

 

কিছু শিক্ষার্থীর দাবির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটার তালিকা ওয়েবসাইট থেকে সাময়িক সময়ের জন্য সরানোর কথা বলেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন।

তিনি বলেন, “যারা মুখ দেখাতে চান না, তাদেরকে বাদ দিয়ে পুনরায় ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নিজেদের চেহারা দেখাতে না চাওয়া কিছু ছাত্রীর ছবি ভোটার তালিকায় প্রকাশ করা নিয়ে সম্প্রতি একটা সমালোচনা শুরু হয়। এসব ছবি সরিয়ে নেওয়ার দাবি আসে ডাকসু ভোটে প্রার্থী হওয়া প্যানেল থেকেও।

শনিবার এক ব্রিফিংয়ে ছাত্রশিবিরের প্যানেল থেকে জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন, “ভোটার তালিকা যে কেউ দেখতে পারছেন। আমাদের যে বোনেরা পর্দা করেন, তাদের এ ব্যাপারে আপত্তি রয়েছে। যেটার ব্যাপারে আমরা বলেছিলাম। কিন্ত এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

ভোটার তালিকা থেকে ছবি সরিয়ে ফেলার দাবি নিয়ে রোববার একটি রিট আবেদনও হয়। বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী এ রিট আবেদন করেন।

রিট আবেদনের খবরের মধ্যে রাতে ভোটার তালিকা সরানোর তথ্য দিলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন।

তিনি বলেন, ”আমাদের ভোটার তালিকাটা আমরা হলে এবং এখানে সেখানে পাঠিয়েছিলাম। এতে অনেকের ‘এক্সেস’ হয়ে গেছে। আমরা এটা শোনার সঙ্গে সঙ্গে আজ সরিয়ে নিয়েছি। ছাত্রীদের বলেছি, তোমরা যারা চেহারা দেখাতে চাও না, আবেদন কর।

“তাহলে আমরা চেহারাটা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু আমরা সবারটা বন্ধ করতে পারব না। কারণ অধিকাংশ ছাত্র-ছাত্রী তাদের চেহারা দেখানোর পক্ষে। সেক্ষেত্রে আমি হুট করে পুরোটা বন্ধ করতে পারব না।”

 

ছবি সরাতে রিট

রিটকারীদের আইনজীবী মো. ফয়জুল্লাহ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী রিট আবেদনটি করেন। তারা হলেন- সাবিকুন্নাহার তামান্না, মো. জাকারিয়া, ফাতেমা তাসনিম ঝুমা ও রিফাত রেদোয়ান।

রিট আবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী ফয়জুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকায় প্রকাশিত নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি বাদ দিতে উপাচার্যের কাছে চিঠি দেন শিক্ষার্থীরা। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় রিট আবেদনটি করা হয়।

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

ভোটার তালিকা থেকে ছবি সরাতে রোববার একটি রিট আবেদনও হয়। বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী এ রিট আবেদন করেন।

ডাকসু: ওয়েবসাইট থেকে সাময়িক সরল ভোটার তালিকা

আপডেট সময় ০১:৩১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

 

কিছু শিক্ষার্থীর দাবির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটার তালিকা ওয়েবসাইট থেকে সাময়িক সময়ের জন্য সরানোর কথা বলেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন।

তিনি বলেন, “যারা মুখ দেখাতে চান না, তাদেরকে বাদ দিয়ে পুনরায় ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নিজেদের চেহারা দেখাতে না চাওয়া কিছু ছাত্রীর ছবি ভোটার তালিকায় প্রকাশ করা নিয়ে সম্প্রতি একটা সমালোচনা শুরু হয়। এসব ছবি সরিয়ে নেওয়ার দাবি আসে ডাকসু ভোটে প্রার্থী হওয়া প্যানেল থেকেও।

শনিবার এক ব্রিফিংয়ে ছাত্রশিবিরের প্যানেল থেকে জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন, “ভোটার তালিকা যে কেউ দেখতে পারছেন। আমাদের যে বোনেরা পর্দা করেন, তাদের এ ব্যাপারে আপত্তি রয়েছে। যেটার ব্যাপারে আমরা বলেছিলাম। কিন্ত এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

ভোটার তালিকা থেকে ছবি সরিয়ে ফেলার দাবি নিয়ে রোববার একটি রিট আবেদনও হয়। বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী এ রিট আবেদন করেন।

রিট আবেদনের খবরের মধ্যে রাতে ভোটার তালিকা সরানোর তথ্য দিলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন।

তিনি বলেন, ”আমাদের ভোটার তালিকাটা আমরা হলে এবং এখানে সেখানে পাঠিয়েছিলাম। এতে অনেকের ‘এক্সেস’ হয়ে গেছে। আমরা এটা শোনার সঙ্গে সঙ্গে আজ সরিয়ে নিয়েছি। ছাত্রীদের বলেছি, তোমরা যারা চেহারা দেখাতে চাও না, আবেদন কর।

“তাহলে আমরা চেহারাটা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু আমরা সবারটা বন্ধ করতে পারব না। কারণ অধিকাংশ ছাত্র-ছাত্রী তাদের চেহারা দেখানোর পক্ষে। সেক্ষেত্রে আমি হুট করে পুরোটা বন্ধ করতে পারব না।”

 

ছবি সরাতে রিট

রিটকারীদের আইনজীবী মো. ফয়জুল্লাহ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী রিট আবেদনটি করেন। তারা হলেন- সাবিকুন্নাহার তামান্না, মো. জাকারিয়া, ফাতেমা তাসনিম ঝুমা ও রিফাত রেদোয়ান।

রিট আবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী ফয়জুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকায় প্রকাশিত নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি বাদ দিতে উপাচার্যের কাছে চিঠি দেন শিক্ষার্থীরা। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় রিট আবেদনটি করা হয়।

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম