০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় জানিয়েছে, সব কেন্দ্রের ফল হাতে পাওয়ার পর সিনেট ভবনের সামনে থেকে সমন্বিত ফল ঘোষণা করা হবে।

ডাকসু ভোটের ফলের অপেক্ষা, কয়েক কেন্দ্রের গণনা শেষ পর্যায়ে

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:২৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৬ বার পড়া হয়েছে

মধ্যরাত পেরিয়ে গেলেও ডাকসু নির্বাচনের ফল জানার অপেক্ষা এখনো শেষ হয়নি।

 

মধ্যরাত পেরিয়ে গেলেও ডাকসু নির্বাচনের ফল জানার অপেক্ষা এখনো শেষ হয়নি।

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা শহীদুল জাহিদ মঙ্গলবার রাত ১টায় বলেন, তার কেন্দ্রে শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। তাদের ব্যালট স্ক্যানিং শেষের দিকে।

স্ক্যানিং শেষ হলে কেন্দ্র থেকেই হল ও ডাকসুর ফল প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে দায়িত্বরত নির্বাচন কর্মকর্তা সিমাব নাজির আহমেদও বলেছেন, তাদের কেন্দ্রে ব্যালট স্ক্যানিং শেষ দিকে। শিগগিরই তারা ফল ঘোষণা করতে পারবেন।

এর আগে রাত ১১টার দিকে উদয়ন স্কুল কেন্দ্রের কেন্দ্রপ্রধান অধ্যাপক এস এম শামীম রেজা সাংবাদিকদের বলেন, ওই কেন্দ্রে চারটি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। প্রথমে হল সংসদের ভোটের ব্যালটগুলো স্ক্যান করা হচ্ছে। একই সঙ্গে ডাকসুর ব্যালটগুলোর মধ্যে একটির স্ক্যানিং করা হয়েছে।

“কিন্তু আমরা এখনো কাউন্টে (গণনা) যাইনি, যেটা আগে আমরা আপনাদের বলেছি। আমরা (হল সংসদের ব্যালট) স্ক্যানিং শেষ করেছি।”

বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় জানিয়েছে, সব কেন্দ্রের ফল হাতে পাওয়ার পর সিনেট ভবনের সামনে থেকে সমন্বিত ফল ঘোষণা করা হবে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ করা হয়। এরপর ব্যালট এক জায়গায় করে গণনার প্রক্রিয়া শুরু হয়।

শিক্ষার্থীরা মোট ছয়টি ব্যালটে ভোট দিয়েছেন। এর মধ্যে একটি ব্যালটে ভিপি ও জিএস, একটি ব্যালটে এজিএস, সম্পাদক পদগুলো দুটি ব্যালটে এবং একটি ব্যালটে সদস্য পদগুলোতে ভোট দেওয়ার সুযোগ ছিল।

ডাকসুতে ২৮টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়েছে।

প্রায় চল্লিশ হাজার ভোটারের মধ্যে ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে ধারণা দিয়েছে কর্তৃপক্ষ।

 

 

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় জানিয়েছে, সব কেন্দ্রের ফল হাতে পাওয়ার পর সিনেট ভবনের সামনে থেকে সমন্বিত ফল ঘোষণা করা হবে।

ডাকসু ভোটের ফলের অপেক্ষা, কয়েক কেন্দ্রের গণনা শেষ পর্যায়ে

আপডেট সময় ০১:২৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

 

মধ্যরাত পেরিয়ে গেলেও ডাকসু নির্বাচনের ফল জানার অপেক্ষা এখনো শেষ হয়নি।

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা শহীদুল জাহিদ মঙ্গলবার রাত ১টায় বলেন, তার কেন্দ্রে শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। তাদের ব্যালট স্ক্যানিং শেষের দিকে।

স্ক্যানিং শেষ হলে কেন্দ্র থেকেই হল ও ডাকসুর ফল প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে দায়িত্বরত নির্বাচন কর্মকর্তা সিমাব নাজির আহমেদও বলেছেন, তাদের কেন্দ্রে ব্যালট স্ক্যানিং শেষ দিকে। শিগগিরই তারা ফল ঘোষণা করতে পারবেন।

এর আগে রাত ১১টার দিকে উদয়ন স্কুল কেন্দ্রের কেন্দ্রপ্রধান অধ্যাপক এস এম শামীম রেজা সাংবাদিকদের বলেন, ওই কেন্দ্রে চারটি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। প্রথমে হল সংসদের ভোটের ব্যালটগুলো স্ক্যান করা হচ্ছে। একই সঙ্গে ডাকসুর ব্যালটগুলোর মধ্যে একটির স্ক্যানিং করা হয়েছে।

“কিন্তু আমরা এখনো কাউন্টে (গণনা) যাইনি, যেটা আগে আমরা আপনাদের বলেছি। আমরা (হল সংসদের ব্যালট) স্ক্যানিং শেষ করেছি।”

বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় জানিয়েছে, সব কেন্দ্রের ফল হাতে পাওয়ার পর সিনেট ভবনের সামনে থেকে সমন্বিত ফল ঘোষণা করা হবে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ করা হয়। এরপর ব্যালট এক জায়গায় করে গণনার প্রক্রিয়া শুরু হয়।

শিক্ষার্থীরা মোট ছয়টি ব্যালটে ভোট দিয়েছেন। এর মধ্যে একটি ব্যালটে ভিপি ও জিএস, একটি ব্যালটে এজিএস, সম্পাদক পদগুলো দুটি ব্যালটে এবং একটি ব্যালটে সদস্য পদগুলোতে ভোট দেওয়ার সুযোগ ছিল।

ডাকসুতে ২৮টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়েছে।

প্রায় চল্লিশ হাজার ভোটারের মধ্যে ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে ধারণা দিয়েছে কর্তৃপক্ষ।

 

 

সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম