ডিমের দাম তদারকিতে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান
- আপডেট সময় ০৭:৩০:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১৯৬ বার পড়া হয়েছে
ডিমের দাম তদারকিতে রাজধানীর কয়েকটি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে বলা হয়, অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা ও পরিচালকের সরেজমিন তত্ত্বাবধানে শনিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিনটি দল ঢাকা মহানগর এলাকায় এ অভিযান পরিচালনা করেছে।
অভিযানে ঢাকা মহানগরীর বৃহৎ ডিমের আড়তে পাইকারী বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়েছে।
ঢাকা মহানগরীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শরিফুল ইসলাম।
অভিযানে বিভিন্ন ফার্ম থেকে ডিম ক্রয় করা হলেও ক্যাশমেমোতে ডিমের দর এবং মোট টাকার কথা উল্লেখ না থাকা, ডিম বিক্রিতে পাকা ক্যাশমেমো না থাকা, ডিমের মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে মেসার্স মিলন এন্টারপ্রাইজ, মেসার্স জহিরুল ইসলাম ট্রেডার্স এবং মেসার্স মুস্তাফিজ ট্রেডার্সকে ১০ হাজার টাকা করে অর্থাৎ ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও মোহাম্মদপুর টাউনহল বাজার এলাকায় ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মাগফুর রহমান কর্তৃক পরিচালিত অভিযানে ২টি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।