১১:০১ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
গত একদিনে ডেঙ্গুতে আরো তিন জনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর এই রোগে মোট ১৩৫ জন মারা গেলেন।

ডেঙ্গু: সর্বোচ্চ রোগী ভর্তির দিনে ৩ জনের মৃত্যু

মইদুল হাসান - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৬:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৪ বার পড়া হয়েছে

 

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮০ জন রোগী, যা এ বছর এক দিনে ভর্তি রোগীর সর্বোচ্চ সংখ্যা।

এর আগে গত ৩১ অগাস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫৬৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪১১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গুতে আরো তিন জনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর এই রোগে মোট ১৩৫ জন মারা গেলেন।

গত একদিনে মৃত ব্যক্তিদের মধ্যে এক জন ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, এক জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং এক জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের দুজন পুরুষ, একজন নারী। মৃতদের দুই জনের বয়স ২২ বছর, এক জন ৪৯ বছর বয়সী।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। ৭ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছেন ১৩ জন। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

এ বছর জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরের প্রথম সাত দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৩৫ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১৬৫ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।

এ ছাড়া ঢাকা বিভাগে ৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, খুলনা বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে তিন জন, বরিশাল বিভাগে ১২৯ জন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৫৭১ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫১৯ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১০৫২ জন ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

গত একদিনে ডেঙ্গুতে আরো তিন জনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর এই রোগে মোট ১৩৫ জন মারা গেলেন।

ডেঙ্গু: সর্বোচ্চ রোগী ভর্তির দিনে ৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৬:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

 

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮০ জন রোগী, যা এ বছর এক দিনে ভর্তি রোগীর সর্বোচ্চ সংখ্যা।

এর আগে গত ৩১ অগাস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫৬৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪১১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গুতে আরো তিন জনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর এই রোগে মোট ১৩৫ জন মারা গেলেন।

গত একদিনে মৃত ব্যক্তিদের মধ্যে এক জন ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, এক জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং এক জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের দুজন পুরুষ, একজন নারী। মৃতদের দুই জনের বয়স ২২ বছর, এক জন ৪৯ বছর বয়সী।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। ৭ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছেন ১৩ জন। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

এ বছর জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরের প্রথম সাত দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৩৫ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১৬৫ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।

এ ছাড়া ঢাকা বিভাগে ৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, খুলনা বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে তিন জন, বরিশাল বিভাগে ১২৯ জন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৫৭১ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫১৯ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১০৫২ জন ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম