নারীদের দ্বৈতের র্যাঙ্কিংয়ে একসময় ব্রিটেনের এক নম্বর এই খেলোয়াড় আগে ১৯ মাস সাময়িকভাবে নিষিদ্ধ ছিলেন।
ডোপিংয়ের দায়ে ৪ বছর নিষিদ্ধ ব্রিটিশ টেনিস খেলোয়াড়

- আপডেট সময় ০৭:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
দেড় বছর আগে একটি স্বাধীন ট্রাইব্যুনালে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও, ডোপিংয়ের দায়ে ব্রিটিশ টেনিস খেলোয়াড় টারা মুরকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার ১৫ জুলাই থেকে কার্যকর হয়েছে তার এই নিষেধাজ্ঞা।
ডোপ পরীক্ষায় মুরের নমুনায় নিষিদ্ধ উপাদান পাওয়ায় ২০২২ সালের জুনে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। ২০২৩ সালের ডিসেম্বরে একটি স্বাধীন ট্রাইব্যুনাল তাকে নির্দোষ ঘোষণা করে।
তবে সেই রায়ের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সির (আইটিআইএ) আপিল কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএসএ) বা আন্তর্জাতিক ক্রীড়া আদালত বহাল রাখার পর মুরকে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখান থেকে কমে যাবে ১৯ মাসের সাময়িক নিষেধাজ্ঞার সময়টা।
সাময়িকভাবে নিষিদ্ধ হওয়ার আগে নারীদের দ্বৈতের র্যাঙ্কিংয়ে ব্রিটেনের শীর্ষ খেলোয়াড় ছিলেন মুর। ৩২ বছর বয়সী এই খেলোয়াড় বরাবরই বলেছেন, ক্যারিয়ারে কখনও জেনেশুনে কোনো নিষিদ্ধ পদার্থ তিনি গ্রহণ করেননি।
স্বাধীন ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছিল, নমুনা সংগ্রহের আগের সময়টায় মুর যে দূষিত মাংস খেয়েছিলেন, সেটিই ছিল নিষিদ্ধ পদার্থের উৎস।
তবে সিএসএ-এর বিবৃতিতে বলা হয়েছে, মুরের নমুনায় পাওয়া নিষিদ্ধ পদার্থ দূষিত মাংস খাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি-না, তা প্রমাণ করতে পারেননি তিনি।
সিএসএ-এর এই রায়ের ফলে ২০২৮ সাল শুরুর আগে কোর্টে ফিরতে পারবেন না মুর।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম