ঢাকাকে পর্যটকবান্ধব করতে ঐতিহ্য বলয় সৃষ্টি হচ্ছে : শেখ তাপস
- আপডেট সময় ১১:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ৭৫ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা শহরকে পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে ঐতিহ্য বলয় সৃষ্টি করা হচ্ছে। বুধবার (১০ মে) দুপুরে ঐতিহ্য বলয়-৫-এর যাত্রাপথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শেখ ফজলে নূর তাপস বলেন, আমাদের প্রথম লক্ষ্য ঢাকার যে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করা। দ্বিতীয়ত আমাদের দেশি-বিদেশি পর্যটকদের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করা। যাতে পর্যটকরা ঢাকার ঐতিহ্য অনুধাবন করতে পারেন এবং উপভোগ করতে পারেন। আমরা বহির্বিশ্বে দেখি ঐতিহ্যবাহী শহরগুলোয় পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলা হয়।
আমরাও চাই ঢাকা শহরের পর্যটন শিল্প সেভাবে গড়ে উঠুক। পর্যটকরা ঢাকামুখী হোক। ঢাকা হোক পর্যটকবান্ধব। এ লক্ষ্যেই আমরা সাতটি ঐতিহ্যের বলয় সৃষ্টি করছি। তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে দীর্ঘ কর্মপরিকল্পনার মাধ্যমে এসব ঐতিহ্য বলয় সৃষ্টির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমরা এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। আমাদের পরামর্শকরাও কাজ করছেন।
আমরা ঐতিহ্যের বলয়-৫-চিহ্নিত করেছি। একজন পর্যটক বলয়ের কোন কোন স্থাপনাগুলো দেখবেন, কীভাবে সে চলাচল করবেন, কী কী উপভোগ করবেন, এ বিষয়গুলোর খুঁটিনাটি সবকিছু আমরা নির্ণয় করব এবং তাদের জন্য সে সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করব। মেয়র তাপস আরও বলেন, আমরা ৫ নম্বর বলয় নিয়ে কাজ শুরু করছি।
পর্যটকদের সুবিধা অনুযায়ী পর্যটকবান্ধব হিসেবে আমরা প্রথমে বলয়টাকে সাজাব। পরে অন্যান্য বলয়গুলোকে সাজাব। সব মিলিয়ে আমাদের সাতটি বলয় হবে। এখানে পর্যটকরা এসে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারবেন। তারা যাতে আনন্দ উপভোগ করতে পারেন সে ধরনের সব সুযোগ-সুবিধা তারা পাবেন।