“যে নৃশংস হত্যাকান্ড ঘটানো হয়েছে তা আওয়ামী নৃশংসতাকেও হার মানায়,” বলেন বৈছাআ নেতা রাকিব।
ঢাকায় হত্যাকাণ্ডের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ

- আপডেট সময় ১২:৪২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৬৩ বার পড়া হয়েছে

ঢাকার মিটফোর্ড হাসপাতালের হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনা ও সারাদেশে চাঁদাবাজির প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
ঢাকার মিটফোর্ড হাসপাতালের হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনা ও সারাদেশে চাঁদাবাজির প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার ১১ জুলাই রাত ১০টায় বিক্ষোভ মিছিল শেষে ১৫ মিনিট ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা মহাসড়কে এসে অবস্থান নিয়েছেন।
‘চব্বিশের বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই’, ‘যুবদল মানুষ মারে তারেক রহমান কি করে’, ‘যুবদল সন্ত্রাস করে তারেক রহমান কি করে’, ‘সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘বীর বাঙালির বায়না, সন্ত্রাস চায় না’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভাকারীরা।
মহাসড়ক অবরোধের পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান এবং সেখানে তাদের কয়েকজন বক্তব্য রাখেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. রাকিব আহমেদ বলেন, “যে নৃশংস হত্যাকান্ড ঘটানো হয়েছে তা আওয়ামী নৃশংসতাকেও হার মানায়। চাঁদাবাজ-সন্ত্রাসীদের এখনি থামাতে না পারলে তারা আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম করবে।”
সংগঠনের বরিশাল মহানগর শাখার আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদ বলেন, “চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা আবার নব্য ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমরা নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম চলতে দেব না।”
বরিশাল প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম