“একদম ব্যক্তিগত কারণে পদ থেকে সরে দাঁড়িয়েছি। আমি কয়েকটা দিন অফ নেব, তারপর দেখি।”
ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ
- আপডেট সময় ০৫:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ১১০ বার পড়া হয়েছে
দায়িত্ব নেওয়ার সাড়ে দশ মাসের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ।
গত বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগের কারণ জানতে চাইলে বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে মারুফ বলেন, “পদত্যাগের কোনো কারণ নেই। একদম ব্যক্তিগত কারণে পদ থেকে সরে দাঁড়িয়েছি। আমি কয়েকটা দিন অফ নেব, তারপর দেখি।”
পর্ষদ থেকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়েছিল–এমন গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করলে এই ব্যাংকার বলেন, “না, এমন কোনো কিছু না। বোর্ড বরাবর আমি নিজে পদত্যাগপত্র জমা দিয়েছি।”
ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার এমডির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালন করতে তিনি ব্যর্থ হয়েছেন। তার পদত্যাগপত্র আমরা পেয়েছি। সোমবার পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।”
২০২৪ সালের ১ অক্টোবর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ঢাকা ব্যাংকে যোগ দেন শেখ মোহাম্মদ মারুফ। তার আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম











