১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
তবে রায়ের কোন অংশগুলো নিয়ে আপত্তি, কোন যুক্তিতে আপিল করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তিনি সংবাদ সম্মেলনে দিতে পারেননি।

তত্ত্বাবধায়কের রায়ে সন্তুষ্ট হলেও ‘অসঙ্গতি’ নিয়ে আপিল করব: বদিউল আলম

নিউজ ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৫:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে

সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার

 

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রায়ে সন্তুষ্ট হলেও তাতে কিছু ‘অসঙ্গতি’ আছে দাবি করে আপিল করার সিদ্ধান্ত জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাতীয় ঐকমত্য কমিশনের এ সদস্য বলেন, “আমরা এবার আপিল করব। সংক্ষেপে বলতে পারি, রায়টার ব্যাপারে আমরা সন্তুষ্ট, তবুও আমরা আপিল করব।”

তবে রায়ের কোন অংশগুলো নিয়ে আপত্তি, কোন যুক্তিতে আপিল করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তিনি সংবাদ সম্মেলনে দিতে পারেননি।

নিজের লেখা একটি বই দেখিয়ে তিনি বার বার বলেছেন, ওই বইতে তিনি ‘সবই’ বলেছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়। তাতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়।

গতবছর ৫ অগাস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর দাবি ফের জোরালো হয়। পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত ১৮ অগাস্ট রিট আবেদন করেন বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি। পরে বিএনপি, গণফোরাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি সংগঠন এবং কয়েকজন ব্যক্তি এ রিট মামলায় পক্ষভুক্ত হয়।

শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল ঘোষণা করে হাই কোর্ট।

এর মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। তাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়।

 

 

নিউজ ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

তবে রায়ের কোন অংশগুলো নিয়ে আপত্তি, কোন যুক্তিতে আপিল করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তিনি সংবাদ সম্মেলনে দিতে পারেননি।

তত্ত্বাবধায়কের রায়ে সন্তুষ্ট হলেও ‘অসঙ্গতি’ নিয়ে আপিল করব: বদিউল আলম

আপডেট সময় ০৫:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

 

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রায়ে সন্তুষ্ট হলেও তাতে কিছু ‘অসঙ্গতি’ আছে দাবি করে আপিল করার সিদ্ধান্ত জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাতীয় ঐকমত্য কমিশনের এ সদস্য বলেন, “আমরা এবার আপিল করব। সংক্ষেপে বলতে পারি, রায়টার ব্যাপারে আমরা সন্তুষ্ট, তবুও আমরা আপিল করব।”

তবে রায়ের কোন অংশগুলো নিয়ে আপত্তি, কোন যুক্তিতে আপিল করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তিনি সংবাদ সম্মেলনে দিতে পারেননি।

নিজের লেখা একটি বই দেখিয়ে তিনি বার বার বলেছেন, ওই বইতে তিনি ‘সবই’ বলেছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়। তাতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়।

গতবছর ৫ অগাস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর দাবি ফের জোরালো হয়। পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত ১৮ অগাস্ট রিট আবেদন করেন বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি। পরে বিএনপি, গণফোরাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি সংগঠন এবং কয়েকজন ব্যক্তি এ রিট মামলায় পক্ষভুক্ত হয়।

শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল ঘোষণা করে হাই কোর্ট।

এর মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। তাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়।

 

 

নিউজ ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম