০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না সে সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই, বলেন উপদেষ্টা।

তারেক রহমান ফিরতে চাইলে সহায়তা দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১২:২৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩২ বার পড়া হয়েছে

ফাইল ছবি।

 

লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার ভ্রমণ বিষয়ক কাগজপত্র দিয়ে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, “ফিরে আসার বিষয়টি (দেশে ফেরার) তারেক রহমানের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে যখনই প্রয়োজন হবে, তার ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়গুলো আমরা দেখব।”

বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন, বলে বাসস জানিয়েছে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না সে সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর ধরে লন্ডনে বসবাস করছেন। সেখান থেকেই তিনি দল পরিচালনা করছেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর তার দেশে ফেরা নিয়ে আলোচনা হলেও এখনও তা সুনির্দিষ্ট হয়নি। তারেক রহমান বা দলের তরফে কিছু বলা হয়নি।

সরকার বদল হলে ১৭ বছর পর স্ত্রী জুবাইদা রহমান গত মে মাসে দেশে এসেছিলেন। এক মাস দেশে থাকার পর জুনে তিনি ফিরে যান লন্ডনে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২০০৮ সালে কারামুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমানকে নিয়ে লন্ডনে যান। এরপর আওয়ামী লীগের সময়ে তাদের আর দেশে ফেরা হয়নি।

শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য ছেলে তারেকের বাসায় গিয়ে চার মাস ছিলেন। তিনি ৬ মে দেশে ফেরেন।

তারেক রহমানের ফেরার বিষয়ে প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রথমে দেশে ফেরার বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ঢাকা যে অনুরোধ জানিয়েছিল, সে ব্যাপারে এখনো কোনো অগ্রগতি নেই। এ বিষয়ে এখনও দ্বিতীয় কোনো অনুরোধপত্র পাঠানো হয়নি।

নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনি অনুসন্ধানী মিশন ইতোমধ্যে বাংলাদেশ সফর করেছে।

“বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে নতুন কোনো তথ্য নেই। বিষয়টি নির্বাচন কমিশন তত্ত্বাবধান করছে।”

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না সে সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই, বলেন উপদেষ্টা।

তারেক রহমান ফিরতে চাইলে সহায়তা দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১২:২৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

 

লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার ভ্রমণ বিষয়ক কাগজপত্র দিয়ে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, “ফিরে আসার বিষয়টি (দেশে ফেরার) তারেক রহমানের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে যখনই প্রয়োজন হবে, তার ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়গুলো আমরা দেখব।”

বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন, বলে বাসস জানিয়েছে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না সে সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর ধরে লন্ডনে বসবাস করছেন। সেখান থেকেই তিনি দল পরিচালনা করছেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর তার দেশে ফেরা নিয়ে আলোচনা হলেও এখনও তা সুনির্দিষ্ট হয়নি। তারেক রহমান বা দলের তরফে কিছু বলা হয়নি।

সরকার বদল হলে ১৭ বছর পর স্ত্রী জুবাইদা রহমান গত মে মাসে দেশে এসেছিলেন। এক মাস দেশে থাকার পর জুনে তিনি ফিরে যান লন্ডনে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২০০৮ সালে কারামুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমানকে নিয়ে লন্ডনে যান। এরপর আওয়ামী লীগের সময়ে তাদের আর দেশে ফেরা হয়নি।

শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য ছেলে তারেকের বাসায় গিয়ে চার মাস ছিলেন। তিনি ৬ মে দেশে ফেরেন।

তারেক রহমানের ফেরার বিষয়ে প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রথমে দেশে ফেরার বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ঢাকা যে অনুরোধ জানিয়েছিল, সে ব্যাপারে এখনো কোনো অগ্রগতি নেই। এ বিষয়ে এখনও দ্বিতীয় কোনো অনুরোধপত্র পাঠানো হয়নি।

নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনি অনুসন্ধানী মিশন ইতোমধ্যে বাংলাদেশ সফর করেছে।

“বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে নতুন কোনো তথ্য নেই। বিষয়টি নির্বাচন কমিশন তত্ত্বাবধান করছে।”

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম