০৫:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে কনসার্ট করবে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’।

তাহসানের সংগীতযাত্রার রজতজয়ন্তী, উদযাপন অস্ট্রেলিয়ায়

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১১:২৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

তাহসান খান। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

 

গান, সুর, গিটার নিয়ে ২৫ বছর কেটে গেছে সংগীত শিল্পী অভিনেতা তাহসান খানের; তা উদযাপনে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন তিনি।

আগামী সেপ্টেম্বরে দেশটির পাঁচটি শহরে কনসার্ট করবে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’।

ফেইসবুকে একটি ফটোকার্ড পোস্ট করেছেন তাহসান। যেখানে লেখা রয়েছে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের’ সংগীত জীবনের ২৫ বছর।

পোস্টের ক্যাপশনে তাহসান লিখেছেন, ‘শেষবারের মত অস্ট্রেলিয়ায়’।

 

 

আগামী ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হবে গান নিয়ে তাহসানের এই অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেডের পর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন এবং ২৭ সেপ্টেম্বর পার্থে গান শোনাবেন তাহসান।

ইতিমধ্যে এসব কনসার্টের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।

বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে তাহসানের পথচলা শুরু। এরপর ১৯৯৯ সালে ‘ব্ল্যাক’ ব্যান্ডে যুক্ত হন এই শিল্পী।

২০০৪ সালে ব্ল্যাক ছেড়ে মনোযোগ দেন একক ক্যারিয়ারে। প্রকাশ পায় তাহসানের প্রথম একক অ্যালবাম ‘কথোপকথন’। ওই অ্যালবামের ‘ঈর্ষা’, ‘চতুর্থ মাত্রা’, ‘বৃত্তাল্পনা’, ‘কথোপকথন’ গানগুলো বেশ জনপ্রিয়তা লাভ করে।

এরপর আসে তাহসানের আরও একটি অ্যালবাম- ‘কৃতদাসের নির্বাণ’। এতে ছিল ‘প্রেমমাতাল’, ‘কাদা’সহ আরো কিছু গান।

এই অ্যালবাম প্রকাশের পর তাহসানকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তবে ধীরে ধীরে অভিনয়ে মনোযোগী হন তাহসান। কাজ করেছেন বিজ্ঞাপনে; অভিনয় করেছেন নাটক, সিনেমা, ওয়েব সিরিজে। তবে কয়েক বছর ধরে অভিনয়েও নিয়মিত নন তাহসান।

সবশেষে গেল বছরে ‘বাজি’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছেন তাহসান।

 

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে কনসার্ট করবে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’।

তাহসানের সংগীতযাত্রার রজতজয়ন্তী, উদযাপন অস্ট্রেলিয়ায়

আপডেট সময় ১১:২৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

 

গান, সুর, গিটার নিয়ে ২৫ বছর কেটে গেছে সংগীত শিল্পী অভিনেতা তাহসান খানের; তা উদযাপনে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন তিনি।

আগামী সেপ্টেম্বরে দেশটির পাঁচটি শহরে কনসার্ট করবে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’।

ফেইসবুকে একটি ফটোকার্ড পোস্ট করেছেন তাহসান। যেখানে লেখা রয়েছে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের’ সংগীত জীবনের ২৫ বছর।

পোস্টের ক্যাপশনে তাহসান লিখেছেন, ‘শেষবারের মত অস্ট্রেলিয়ায়’।

 

 

আগামী ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হবে গান নিয়ে তাহসানের এই অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেডের পর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন এবং ২৭ সেপ্টেম্বর পার্থে গান শোনাবেন তাহসান।

ইতিমধ্যে এসব কনসার্টের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।

বন্ধুদের নিয়ে ‘অলটারনেটিভ রক ব্যান্ড’ দিয়ে তাহসানের পথচলা শুরু। এরপর ১৯৯৯ সালে ‘ব্ল্যাক’ ব্যান্ডে যুক্ত হন এই শিল্পী।

২০০৪ সালে ব্ল্যাক ছেড়ে মনোযোগ দেন একক ক্যারিয়ারে। প্রকাশ পায় তাহসানের প্রথম একক অ্যালবাম ‘কথোপকথন’। ওই অ্যালবামের ‘ঈর্ষা’, ‘চতুর্থ মাত্রা’, ‘বৃত্তাল্পনা’, ‘কথোপকথন’ গানগুলো বেশ জনপ্রিয়তা লাভ করে।

এরপর আসে তাহসানের আরও একটি অ্যালবাম- ‘কৃতদাসের নির্বাণ’। এতে ছিল ‘প্রেমমাতাল’, ‘কাদা’সহ আরো কিছু গান।

এই অ্যালবাম প্রকাশের পর তাহসানকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তবে ধীরে ধীরে অভিনয়ে মনোযোগী হন তাহসান। কাজ করেছেন বিজ্ঞাপনে; অভিনয় করেছেন নাটক, সিনেমা, ওয়েব সিরিজে। তবে কয়েক বছর ধরে অভিনয়েও নিয়মিত নন তাহসান।

সবশেষে গেল বছরে ‘বাজি’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছেন তাহসান।

 

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম