তিন দিনে ৭০ কোটি আয়ে কৃতজ্ঞতা প্রকাশ সালমানের

- আপডেট সময় ০৮:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ২০৭ বার পড়া হয়েছে
ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’। তবে শুরুটা দশর্কদের নেগেটিভ রিভিউ দিয়ে শুরু হলেও, এখন দর্শকদের ব্যাপক প্রশংসায় ভাসছে ছবিটি।
রোববারও (২৩ এপ্রিল) ভারতের প্রায় ৪৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কা জান’। এমনকি সিনেমার একাধিক শো হাউসফুল। বর্তমানে শোয়ের সংখ্যা প্রায় ১৬০০০। এ দিকে মুক্তির তিন দিনে সিনেমাটি আয় করেছেন ৭০ কোটি টাকা। আর তাই টুইটার ও ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন সালমান।
ক্যাপশনে বলিউড ভাইজান লিখেছেন, আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথম দিনের তুলনায় সিনেমার আয় একলাফে ৬২.৮৭ শতাংশ বেড়েছে দ্বিতীয় দিনে। এ বছরের অন্যতম বহুচর্চিত সিনেমা ফারহাদ সামজি নির্মিত ‘কিসি কা ভাই কিসি কি জান’।
দীর্ঘদিন পর পছন্দের তারকার সিনেমা দেখে ব্যাপক আনন্দে মেতেছেন সালমানের ভক্ত-অনুরাগীরা। প্রসঙ্গত, সালমান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন, পূজা হেগড়ে, শেহনাজ গিল, পলক তিওয়ারি, রাঘব জুয়েল ও জগপতি বাবুসহ প্রমুখ। আর সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা মিলেছে রাম চরণের।