তিস্তার পানির স্রোতে কালভার্ট ভেঙে ১০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
- আপডেট সময় ১০:৩০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১১৫ বার পড়া হয়েছে
ভারি বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে হঠাৎ তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানির স্রোতে শুক্রবার রাতে রংপুর জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের শান্ত বাজারের কাছে রাস্তার কালভার্ট ভেঙে দশ গ্রামের মানুষের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। চরাঞ্চলের আমন বীজতলা তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
সরেজমিন দেখা যায়- তিস্তার পানি বৃদ্ধি পেয়ে উপজেলার চর ঢুষমারা, চর গনাই, হয়বতখাঁ, জিগাবাড়ী, আরাজি হরিশ্বর, গুপি ডাঙা, মৌলভীবাজার এলাকায় পানি ঢুকেছে। এতে পানির প্রবল স্রোতে বালাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শান্ত বাজারের কাছে রাস্তার কালভার্টটি ভেঙে যাওয়ায় দশ গ্রামের মানুষের চলাচল একেবারে বন্ধ হয়ে পড়েছে। বালুর বস্তা ফেলে কোনোরকমে একটু চলাচলের ব্যবস্থা করেছেন এলাকাবাসী।
শান্ত বাজার এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেন, আব্দুল আউয়াল, ফারুক হোসেন বলেন- মৌলভীবাজার, গুপি ডাঙ্গা, আরাজী হরিশ্বর, আরাজি খোর্দ্দ ভূতছাড়া, সাব্দী, ব্রেন্টের বাজার, চরনাজিরদহ, ঠিকানার বাজার, পাগলারহাট, খলাইঘাট এলাকার মানুষ এই রাস্তা দিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। কিন্তু রাস্তার কালভার্টটি তিস্তার পানির প্রবল স্রোতে ভেঙে যাওয়ায় এ অঞ্চলের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী সরকারিভাবে দ্রুত রাস্তা সংস্কার ও সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ ও বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী রাস্তা ও কালভার্ট ভেঙে যাওয়া স্থান পরিদর্শন করেছেন।